অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপের মাঝেই দেশে ফিরে গেলেন মিচেল মার্শ

নভে. 2, 2023

Spread the love

Mitchell Marsh. ( Image Source: Twitter )

বিশ্বকাপের মঞ্চে প্রথম দুটো ম্যাচে হাললেও শেষ চারটি ম্যাচে অস্ট্রেলিয়াকে আটকাতে পারেনি কেউ। আর দুটো ম্যাচ জিততে পারলেই ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলবে তারা। আগামী শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। তার আগেই অজি শিবিরে বড়সড় ধাক্কা। গ্লেন ম্যাক্সওয়েলের পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরে নেই মিচেল মার্শ। ব্যক্তিগত কারণের জন্য দেশে ফিরে গিয়েছেন এই তারকা ক্রিকেটার। গোটা বিশ্বকাপে তাঁকে আর পাওয়া যাবে কিনা তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই।

এবারের বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচে জিততে পারেনি অস্ট্রেলিয়া। তাদের পারফরম্যান্স নিয়েও নানান সমালোচনা শুরু হয়েছিল। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  সেই মঞ্চে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল মার্শ। অর্ধসথরান পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধেও মিচেল মার্শের পারফরম্যান্স ছিল দুরন্ত। এবারের বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচেই প্রথম সেঞ্চুরী পেয়োছিলেন  মিচেল মার্শ।  ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও যে তিনি অস্ট্রেলিয়ার প্রধান ভরসা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না।

পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ

ইংল্যান্ডের বিরুদ্ধেও যে মিডল অরক্ডারে মিচেল মার্শ অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ভরসা ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ব্যক্তিগত কারণের জন্য বিশ্বকাপের মঞ্চ থেকে হঠাত্ই চলে গিয়েছেন মিচেল মার্শ। তিনি কবে বিশ্বকাপে মঞ্চে ফিরতে পারবেন সেই ব্যপারে এখনও পর্যন্ত নিশ্চিত নয় খোদ অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টও। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানেও তাঁর দলে যোগ দেওয়ার ব্যপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

JUST IN:
Mitch Marsh has returned home for “personal reasons” and is out of the World Cup indefinitely #CWC23

— cricket.com.au (@cricketcomau) November 2, 2023

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে. “তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে”। মিচেল মার্শের মতো অল রাউন্ডার এই ম্যাচে না থাকাটা যে অজি শিবিরে চিন্তাটা বেশ খানিকটা বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে চোটের জন্য নেই গ্লেন ম্যাক্সওয়েলও।

এমন দুজন অল রাউন্ডারকে ছাড়া খেলাটা যে অস্ট্রেলিয়ার কাছে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তা বলাই বাহুল্য। এই দুজনের অনুপস্থিতিতে মার্কাস স্টয়নিস যে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে থাকতে চলেছেন তা স্পষ্ট। সেইসঙ্গে এবার ক্যামেরণ গ্রীমও বোধহয় ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ফিরতে চলেছেন। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া।

The post অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপের মাঝেই দেশে ফিরে গেলেন মিচেল মার্শ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador