Rajat Patidar. ( Image Source: Twitter )
২০২২ সালে ভারতীয় দলে ডাক পেলেও সেই সিরিজে খেলতে পারেননি রজত পাতিদার। গোড়ালীর চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। একবছর পর ফের একবার এই তরুণ ক্রিকেটারের সামনে ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ। এবার অবশ্য দেশের মাটিতে নয়। দক্ষিণ আফ্রিকার মাটিতেই এই তরুণ ক্রিকেটারের সামনে অভিষেকের সুযোগ এসেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রজত পাতিদার। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে মরিয়া হয়েছে রজত পাতিদার।
গোড়ালীতে চোট এবং অস্ত্রোপচারের জন্য় এবারের আইপিএবলেও দেখা যায়নি এই তরুণ ক্রিকেটারকে। বিজয় হাজারে ট্রফি দিয়েই ফের মাঠে প্রত্যাবর্তন হয়েছেন রজত পতিদারের। সেখানেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মধ্যপ্রদেশের হয়ে। ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ছয় ম্যাচে চারটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে এই তরুণ ক্রিকেটারের। আইপিএলের মঞ্চেও কিন্তু সাফল্য রয়েছে রজত পাতিদারের। গতবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সই এবার দেশের জার্সিতে দেখাতে চান রজত পাতিদার।
এবারের বিজয় হাজারে ট্রফিতে চারটি অর্ধশতরান রয়েছে রজত পাতিদারের
২০২১ সালে প্রথমবার আইপিএলের মঞ্চে খেলেছিলেনল রজত পাতিদার। সেখানেও ৩০০ রানের গন্ডী টপকেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ধারা ২০২২ সালের আইপিএলেও বজায় রেখেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে অন্যতম দ্রুততম সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। সেখানেই তাঁর ঝুলিতে এসেছিল ৫৪ বলে ১১২ রানের ইনিংস। একইসঙ্গে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার দেশের জার্সিতে জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
ভারতের হয়ে নামার আগে রজত পাতিদার জানিয়েছেন, “এখন আমি ভাগ্যকে যথেষ্ট বিশ্বাস করি। ভাগ্যে কী লেখা রয়েছে তা নিয়ে অবশ্য বিশেষ ভাবতে নারাজ আমি। বর্তমানে কী হচ্ছে সেই পরিস্থিতিতেই থাকতে ভালবাসি আমি। অস্ত্রোপচারের পর ফের এবার ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পাওয়াটা সত্যিই আমাকে অত্যন্ত খুশি করছে”।
আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। এরপর একে একে ওডিআই ও টেস্ট সিরিজ খেলবে মেন ইন ব্লু। ওডিআই ফর্ম্যাটেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুম ক্রিকেটার। ২০২২ সালে অভিষেক করতে পারেনি ভারতীয় ওডিআই দলের হয়ে। এবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে সেটা তিনি করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post অস্ত্রোপচারের পর দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রজত পাতিদার appeared first on CricTracker Bengali.










