আইপিএল ২০২৪-এ গুজরাত টাইটান্স স্কোয়াডের শক্তি থেকে দুর্বলতা

ডিসে. 25, 2023

Spread the love

Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

২০২২ সালে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেছিল গুজরাত টাইটান্স। প্রথম দিন থেকেই আইপিএলের মঞ্চে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। আসন্ন আইপিএলেও সেই ধারা বজায় রাখার লক্ষ্যেই এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। যদিও  এবার তাদের দলের  অধিনায়ক হারদিক পান্ডিয়া চলে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। সেই জায়গাতেই গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক শুভমন গিল। হার্দিক পান্ডিয়া চলে গেলেও গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট কিন্তু তাদের পারফরম্যান্স ধরে রাখার ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানেই প্রায় ৩০ কোটি টাকা খরচ করছে গুজরাত টাইটান্স বাহিনী। এই নিবাম থেকে তারাই বিবিএলের তারকা ক্রিকেটার জনসন স্পেনসরকে তুলে নিয়েছে ১০ কোটি টাকা দিয়ে। একইসঙ্গে তারা তুলে নিয়েছে শাহরুখ খান  এবং ইমাশ যাদবের মতো তারকা বোলারকে।  ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই দলকে শক্তিশালী করার কোনওরকম চেষ্টার খামতি রাখতে চায়নি গুজরাত টাইটান্স। নতুন অধিনায়ক শুভমন গিলের হাত ধরে গুজরাত টাইটান্স সাফল্যের রাস্তায় হেঁটে যেতে পারে কিনা সেটাতো সময়ই বলবে। দেখে নেওয়া যাক আইপিএলের মঞ্চে তাদের শক্তি থেকে দুর্বলতা।

শক্তি

হার্দিক পান্ডিয়া চলে গেলেও গুজরাত টাইটান্স শিবির এখনও পর্যন্ত অন্যতম শক্তিশালী দলগুলোর মধ্যে রয়েছে। তাদের দলে রয়েছে শুভমন গিল, ডেভিড মিলার, রশিদ খান এবং মহম্মদ সামিদের মতো নাম। যেকোনও প্রতিপক্ষকেই যারা নাস্তানাবুদ করতে পারে। সেইসঙ্গে গুজরাত টাইটান্স শিবিরে রয়েছে প্রকৃত ম্যাচ ফিনিশারও। গতবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন রাহুল তেওয়াটিয়া। সেইসঙ্গে এবারের আইপিএলের জন্য তাগদের দলে এসেছেন শাহরুখ খান। এছাড়া গুজরাত টাইটান্সে স্পিন আক্রমণও অন্যতম শক্তিশালী। রশিদ খানের সঙ্গে তাদের রয়েছে নুর আহমেদ।

দুর্বলতা

গুজরাত টাইটান্সের এবার অন্যতম দুর্বলতা হল হার্দিক পান্ডিয়ার মতো দক্ষ অল রাউন্ডার তাদের দলে না থাকা। হার্দিক পান্ডিয়া এবার মুম্বই ইন্ডিয়ান্সে চলে গিয়েছেন। যদিও গুজরাত শিবিরে রয়েছেন রশিদ খান, রাহুল তেওয়াটিয়া এবং আজমতউল্লাহ ওমরজাইদের মতো  ক্রিকেটাররা। তারা যেকোনও ভূমিকাতেই নিজেদের মানিয়ে নিতে পারে। কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো প্রভাবশালী তারা কেউই নয়।  তাদের দলে এবার মহম্মদ সামির পাশে দেখা যাবে উমেশ যাদব এবং মোহিত শর্মাকে। কিন্তু সামিকে বাদ দিলে তারা কেউই সেভাবে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন না।

সুযোগ

এবার ১০ কোটি টাকায় গুজরাত টাইটান্সে এসেছেন স্পেনসর জনসন। তাঁকে যে দাম দিয়ে কেনা হয়েছে তা প্রমাণ করার জন্য অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। একইসঙ্গে শাহরুখ খান গতবার পঞ্জাব কিংসের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার গুজরাতের হয়ে সুযোগ পাচ্ছেন। সেখানে নিজেরকে প্রমাণ করার লক্ষ্যে মরিয়া হয়ে থাকবেন তিনি।

চিন্তার কারণ

এবার গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব রয়েছে শুভমন গিলের কাঁধে। হার্দিক পান্ডিয়ার নেতৃ্ত্বে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। কিন্তু অন্য ভূমিকায় রয়েছেন তিনি। হার্দিকের নেতৃত্বে গুজরাত টাইটান্স যে উচ্চতায় পৌঁছেছিল, সেই জায়গা থেকে শুভমন গিলের ওপর বাড়তি চাপ কাজ করতে পারে।

The post আইপিএল ২০২৪-এ গুজরাত টাইটান্স স্কোয়াডের শক্তি থেকে দুর্বলতা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador