আইসিসির বিরোধিতায় সরব অজি ক্রিকেটার উসমান খোয়াজা

ডিসে. 13, 2023

Spread the love

Usman Khawaja. ( Photo Source: Will Russell/Getty Images for Cricket Australia )

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আইসিসির বিরোধিতার সুর উসমান খোয়াজার মুখে। পাকিস্তানের বিরুদ্ধে উসমান খোয়াজা এক বিশেষ জুতো পরে নমার কথা জানিয়েছিলেন। যেখানে গাজায় চলা যুদ্ধের বিরুদ্ধে একটি বার্তা লেখা ছিল। কিন্তু উমসান খোয়াজার সেই সিদ্ধান্ক আইসিসির নিমের বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে এমন কাজ না করার বার্তা দেওয়া হয়েছে আইসিসির তরফেষ এমনকী সেই জুতো পরে যে তিনি নামতে পারবেন না সেই কথাই জানানো হয়েছিল আইসিসির তরফে। সেই সিদ্ধান্তই এবার মানতে নারাজ ইসমান খোয়াজা।

ম্যাচের আগের দিনই সোশ্যাল মিডিয়ায় আইসিসির এই নিয়মের বিরুদ্ধে সোচ্চ্বার বওয়ার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার।  তাঁর জুতোয় লেখা ছিল ছিল মানুষের জীবনের দাম রয়েছে। কিন্তু এই মুহূর্তে ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তার প্রভাব ক্রিজড়ীজগতে কোনওরকমভাবেই পড়তে দিয়ে চয়না আইসিসি। তাঁর এমন বার্তা নিয়ে জুতো পরে মাঠে নামার ওপর কার্।যত নিষেধাজ্ঞা জারি  করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়মেই রয়েছে যে কোনও রাজনৈতিক কিংবা স্পর্ষকাতর বিষয় একেবারেই ক্রিকেটের মধ্যে থাকবে না।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া

আইসিসির এমন সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। তাঁর মতে এই কাজ করার মধ্যে কোনওরকম খারাপ কিছুই নেই। সমস্ত মানুষই যে সমান সেই বার্তাই নাকি দিতে চেয়েছেন তিনি। সেই কারণেই নিজের জুতোয় এমন বার্তা লিখে মাঠে নামার ইঙ্গিত দিয়েছিলেন উসমান খোয়াজা। আইসিসির এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন তিনি। এমনকী এই নিয়মের বিরুদ্ধে লডডাই করার বার্তাও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এই তারকা অজি ক্রিকেটার।

All Lives are Equal. Freedom is a Human right. I’m raising my voice for human rights. For a humanitarian appeal. If you see it any other way. That’s on you… pic.twitter.com/8eaPnBfUEb

— Usman Khawaja (@Uz_Khawaja) December 13, 2023

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে নামার আগেই অনুশীলনে এই জুতো পরে প্রস্তুতি সেরেছিলেন উসমান খোয়াজা। সেই ছবি ভাইরাল হওয়ার সঙ্গেই শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। এরপরই আইসিসির নিষেধাজ্ঞা আসার সকলের সামনে। এমন কোনওধরণের বিষয় আইসসি যে অনমতি দেবে না তা কার্যত স্পষ্ট করে দেয় তারা। কিন্তু উসমান খোয়াজা সেই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

তিনি জানিয়েছেন, “আমি লক্ষ্য করেছি যে আমি আমার জুতোয় বিশেষ কিছু বা বাড়তি কিছু লিখিনি। আমি বেশী কিছু বলিনি এহবং চাইও না। স্বাধীনতা কী সকলের জন্য নয়। নাকি সকলে সমান নয়। আমার কাছে তুমি কোন  জায়গা, সংস্কৃতি কিংবা ধর্ম থেকে আসছ, সেটা একেবারেই মূল্যহীন”।

The post আইসিসির বিরোধিতায় সরব অজি ক্রিকেটার উসমান খোয়াজা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador