আইসিসি ও খোয়াজা বিতর্কের মধ্যে ইতি টানার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না

ডিসে. 25, 2023

Spread the love

Usman Khawaja. ( Photo Source: Will Russell/Getty Images for Cricket Australia )

আইসিসি ও খোয়াজা বিতর্কের মধ্যে ইতি টানার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। এবার এই তালিকায় জুড়ে গেল অজি অধিনায়ক প্যাট কামিন্সের নামও। তিনি একটি বিবৃতিতে নিজের মতামত জানিয়ে বলেন, খোয়াজার বিতর্কিত ঘুঘু পাখির ছবির লোগো এবং লাবুশানের আইসিসি অনুমোদনপ্রাপ্ত ঈগল পাখির লোগোয় বিশেষ কোনও পার্থক্য তিনি দেখতে পাচ্ছেন না।

প্রসঙ্গত প্যাট কামিন্সের সতীর্থ লাবুশানের এই ঈগল স্টিকারের লোগো ধর্মীয় ইঙ্গিতবাহী ও আইসিসির অনুমোদন প্রাপ্ত।

তিনি সতীর্থ খোয়াজার পাশে দাঁড়িয়ে বলেন, উসমান জুতো ব্যাটে যে ঘুগুর লোগো প্রদর্শন করেছেন তা মূলত বিশ্বব্যাপী মানবাধিকারকে সমর্থন জানিয়ে। তিনি আইসিসির বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলে বলেন, যদি লাবুশানের ব্যাটে ঈগল প্রদর্শন ব্যক্তিগত ধর্মীয় বার্তার ইঙ্গিত দেয়, সে ক্ষেত্রে খোয়াজার এহেন মানবাধিকারের স্বার্থে প্রশ্ন তোলা লোগো কেন আইসিসির তরফে খারিজ করা হচ্ছে।

বিশ্বজুড়ে জলপাইয়ের ডাল ধারণ করা একটি ছোট্ট ঘুঘু পাখির ছবি শান্তির প্রতীক বলে মনে করা হয়।

খোয়াজা টেস্ট চলাকালীন তাঁর জুতোয় এটি রাখার জন্য আবেদন করলে আইসিসি স্পষ্টতই এই আবেদন খারিজ করে দেয়। জবাবে খোয়াজাও থেমে থাকার পাত্র ছিলেন না। তিনি আইসিসির সার্বজনীন ঘোষণার একটি অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে উল্লেখ করেন, ‘সকল মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন ও প্রত্যেকের মর্যাদার ক্ষেত্রে সাম্যের  অধিকার রয়েছে। প্রত্যেক মানুষ বিবেকের কথা শুনে ভাতৃত্বের চেতনায় একে অপরের প্রতি সৌহার্দের আচরণ রাখা উচিত।’ প্রথমে এই বিষয় নিয়ে বিতর্ক দানা বাঁধলেও, পরবর্তীতে অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক খোয়াজার এই সিদ্ধান্তকে সম্মতি জানানো হয়। কিন্তু আইসিসি নিজের সিদ্ধান্তে অনড় রয়েছে। বরং অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে তারা আরো কড়া অবস্থান গ্রহণ করেছে। বিগত কয়েক দিনের দুই-পক্ষের বৈঠকেও কোনো সমাধান সূত্র আসেনি। অজি ক্রিকেট বোর্ডের অনেক মুখপাত্রের দাবি, নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে আইসিসি। আইসিসির উপর খুব উগড়ে দিতে দেখা যায় অস্ট্রেলিয় ক্রিকেটার খোয়াজাকে।

প্রসঙ্গত আরেক অস্ট্রেলিয়া ক্রিকেটার লাবুশানে ব্যাটে ঈগলের প্রতীক ব্যবহার করেন। এই ঈগলের প্রতীক বাইবেলের একটি আয়াতকে উপস্থাপন করে ও আন্তর্জাতিক ক্রিকেটে এই অজি ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই স্টিকার ব্যবহার করে এসেছেন। স্বাভাবিকভাবেই বিতর্কের মাঝে এই উদাহরণও বারবার সামনে আসছে। এখন দ্বিতীয় টেস্টের আগে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন।

The post আইসিসি ও খোয়াজা বিতর্কের মধ্যে ইতি টানার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador