আগামী বছর আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া, ইঙ্গিত জয় শাহ-র

ডিসে. 9, 2023

Spread the love

Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজে অবশ্য ভারতীয় দলে নেই হার্দিক পান্ডিয়া। গোড়ালীর চোটের জন্য মাঠের বাইরে রয়েছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই সিরিজ শুরু হওয়ার আগেই  খুসিরখবর শোনালেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তাঁর মতে নচুন বঠরে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। আর এই খবর যে ভারতীয় ক্রিকেট সমর্থক তথা ভারতীয় শিবিরের অন্দরে স্বস্তি ফেরাবে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকাীন গোড়ালীতে চোট পয়েছিলেনহার্দিক পান্ডিয়া। আপাতত রিহ্যাব শুরু করেছেন এই তারকা অল রাউন্ডার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দখার অপেক্ষায় রয়েছেন সকলে। শোনাযাচ্ছিল একেবারে নতুন মরসুমেপর আইপিএলেই নাকি ফিরতে পারন তিনি। কিন্তু জয় শাহের কথা সকলের মনে স্বস্তি ফেরানোর জন্য যথেষ্ট। তিনি মনে করছেন হার্দিক পান্ডিয়ার আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

জয় শাহ জানিয়েছেন, “আগামী জানুয়ারী মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া”।

ওডিআই বিশ্বকাপের মাঝেই গোড়ালীতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া

ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের অন্যদম প্রধান সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া।  কিন্তু ভাতীয় শিবিরে ধাক্কাটা লাগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময়ই।  লিগ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারলেও সেই ম্যাচে গোড়ালীতে চোট পেয়েছিলেনব হার্দিক পান্ডিয়া। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন তারকা অল রাউন্ডার। এরপরই আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি হার্দিককে। তাঁকে নিয়ে চলা জল্পনার মাঝেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এবারের বিশ্বকাপের মঞ্চে তাঁর পরিবর্তে ভারতীয় দলে এসেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার জায়গায় এসেছিলেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া না থাকার প্রভাব ভালভাবেই অনুভব করতে পেরেছেন সকলে। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। মাঠে নামতে না পারলেও সেই ম্যাচে উপস্থিত ছিলেন এই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়েই চলছে জোর জল্পনা। তিনি সুস্থ হয়ে উঠলেও, এই বছরে যে হার্দিক পান্ডিয়ার মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই তা বলাই বাহুল্য।

এর মাঝেই আবার গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। যা নিয়ে এখনও ক্রিকেট মহলে হৈচৈ চলছে। এরইমাঝে রিহ্যাব শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। আইপিএলের পরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে যে ভারতীয় দলের জন্য হার্দিক পান্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য তা বলার অপেক্ষা রাখে না। তার আগে সেরে ওঠার জন্য তিনি নিজেও  মরিয়া হয়ে রয়েছেন। এবার শোনাযাচ্ছে যে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post আগামী বছর আফগানিস্তানের বিরুদ্ধে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া, ইঙ্গিত জয় শাহ-র appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador