আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, লড়বেন বহরমপুর থেকে

মার্চ 10, 2024

No tags for this post.
Spread the love

Yusuf Pathan. (Photo Source: Twitter)

রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই আসলন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।  সেখানেই বোধহয় সবচেয়ে বড় চমকটা দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে থেকেই তৃণমূল কংমগ্রেসের নেতৃত্বের মুখে প্রার্থী তালিকায় চমক নিয়ে নানান কতাবার্তা শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই হল। কোনও রকম জডল্পনাতেই ছিল না ইউসুফ পাঠানের নাম। রবিবারই আসন্ন লোকসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে লড়ার জন্য় ঘোষণৈা করা হল ইউসুফ পাঠানের নাম। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকেই লড়তে চলেছেন ইউসুফ পাঠান।

ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও খুব একটা বেশী সময় লাগেনি। ক্রিকেট বাইশগজে বিধ্বংসী  ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাম ছিল ইউসুফ পাঠানের। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বহু আগেই। এবার এক নতুন অনিংস শুরু করতে চলেছেন তিন।  করিকেটের বাইশগজ ছেড়ে ইউসিফ পাঠান এবার নামতে চলেছেন রাজনীতির বাইশগজে।

বহরমপুর থেকে এবারের লোকসভা নির্বাচনে লড়বেন ইউসুফ পাঠান

দেশের জার্সিতে খেলার পাশাপাশি কলকাতার সঙ্গেও কিন্তু একটা যোগাযোগ রয়েছে ইউসুফ পাঠানের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালস ছেড়ে আসার পরই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। নাইট রাইডার্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলেরও সদস্য় ছিলেন ইউসুফ পাঠান। এবার সেই ইউসুফ পাঠানকেই দেখা যাবে কলকাতায় হবংলায় এক নতুন ভূমিকায়। এবৈার রাজনীতির ময়দানে নেমে পড়েছেন তিনি।

রবিবারই ব্রিগেড থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বহরমপুর থেকেই এবার লড়বেন তিনি। রাজনীতির ময়দানে প্রথম যুদ্ধটাই শক্তিশালী প্রকিতপক্ষের বিরুদ্ধে নামতে চলেছেন ইউসুফ পাঠান। বহরমপুরে অদীর চৌধুরীর বিপক্ষেই এবার লড়তে দেখা যাবে ইউসুফ পাঠানকে। তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার থেকেই যে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মাঠের বাইশগজে সাফল্যের সঙ্গে এগিয়ে গিয়েছিলেন ইউসুফ পাঠান। এবার রাজনীতির বাইশগজেও তা পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

আইপিএলের ম়্চে ইউসুফ পাঠানের সাফল্য অসাধারণ। ১৭৪টি ম্যাচে ৩২০৪ রান রয়েছে তাঁর। সেইসঙ্গে অর্ধশতরান রয়েছে ১৩টি। সেঞ্চুরীও করেছেন একটি। ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

The post আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, লড়বেন বহরমপুর থেকে appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8