Indian Cricket Team and Ajit Agarkar. (Photo Source: Getty Images)
হাতে আর মাত্র দুই সপ্তাহ সময় রয়েছে। এরপরই আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ২১ অগস্ট সেই এশিয়া কাপের জন্যই দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেদিনই নিউ দিল্লিতে অধিনায়কের সঙ্গে টিম নির্বাচনের বহৈঠকে বসতে চলেছেন অজিক আগরকর সহ নির্বাচক কমিটি। এরপরইঅ ভারতীয়দল ঘোষণা করবেন অজিন আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এই মুহূর্তে সেই দল নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
আগামী ৩০ অগস্ট তেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সকলেই প্রায় এশিয়া কাপের দল ঘোষমা করে দিয়েছে। শুধুমাত্র ভারত এবং শ্রীলঙ্কাই বাকি ছিল দল ঘোষণা করার জন্য। সব কিছু ঠিকঠাক চললে আগামী ২১ অগস্টই ভারতীয় দল ঘোষণা করতে চলেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত
কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ সেষ হয়েছে ভারতীয় দলের। সেখানেই দলের শেষ পরীক্ষা নীরিক্ষা করে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট। মোটামুটি দল কী হতে পারে তা নিয়ে একটা খসরা যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রস্তুত করে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। এই সিরিজে তাঁর পারফরম্যান্স দেখার পরই যে এসিয়া কাপের দল নির্বাচন হতে চলেছে তা বালাই বাহুল্য।
এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। একইসঙ্গে রবীন্দ্র জাদেজা, শুভমন গিলরাও বিশ্রামে রয়েছেন। এশিয়া কাপের দলে তাদের ফেরার পাশাপাশি আরও দুই তারকা ক্রিকেটারকে নিয়ে চলছে জল্পনা। চোটের জন্য দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে তারা সুস্থ হয়ে উঠলেও এসিয়া কাপের দলে খেলতে পারবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে লোকেশ রাহুলের ফেরা নিয়ে অনেকেই আশাবাদী রয়েছেন।
দল ঘোষণার আগে এই কয়েকটা দিকেই যে ভারতীয় দলের নির্বাচকদের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন শুধুই এশিয়া কাপের দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post আগামী ২১ অগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে চলেছে নির্বাচক কমিটি appeared first on CricTracker Bengali.