Glenn Philips. ( Image Source: Twitter )
ওডিআই বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয় তুলে নিয়েছিল কিউই বাহিনী। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন পারফরম্যান্স যে নিউ জিল্যান্ড শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে নিউ জিল্যান্ড। ধারেভাবে এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসকেও হাল্কাভাবে নিতে নারাজ নিউ জিল্যান্ড ব্রিগেড। ম্যাচের আগে গ্লেন ফিলিপসের কথা থেকেই তা স্পষ্ট।
প্রম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ব্যাট বাতে অসাধারণ ফর্মে ছিলেন নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও যে তারা সেই পারফরম্যান্সের ধারাই অব্যহত রাখতে চায় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস যোগালেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে য়থেষ্ট সাবধানী নিউ জিল্যান্ড ব্রিগেড।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছিল নিউ জিল্যান্ড
ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে জোড়া সেঞ্চুরী ইনিংস এসেছিল নিউ জিল্যান্ড শিবির। সেখানই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। ইংল্যান্ডের কোনও বোলারই সেদিন তাদের বিরুদ্ধে সফল হতে পারেনি। এই ম্যাচেও যে এই দুই ব্যাটার নিউ জিল্যান্ডকে স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে গ্লেন ফিলিপসের গলায় বেশ সাবধানী হওয়ার সুরই শোনা গেল এই ম্যাচ শুরু হওয়ার আগে। একইসঙ্গে নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন টিম সাউদি ও লোকি ফার্গুসন।
এই ম্যাচে নামার আগে নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস জানিয়েছেন, “একটি দলের দিক থেকে বিচার করে বলতে পারি যে এটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত ভাল যে ঐ দুজন তরুণ ক্রিকেটার ফর্মে রয়েছেন। সেইসঙ্গে ওয়ার্মআপ ম্যাচেও সকলে বেশ ভালই পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। এই মুহূর্তে আমাদের শিবিরে অত্যন্ত ফুরফুরে মেজাজেই রয়েছেন সকলে”।
এই ম্যাচেও নিউ জিল্যান্ডের হয়ে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। তবে টিম সাউদি ও লোকি ফার্গুসন ফিরতে চলেছেন দলে। এই ম্যাচের আগে তাদের পাওয়াটা যে নিউ জিল্যান্ড শিবিরের কাছে অন্যতম বড় পাওনা তা বলার অপেক্ষা রাখে না।
The post আত্মবিশ্বাসী থাকলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সাবধানী নিউ জিল্যান্ড appeared first on CricTracker Bengali.










