Yuzvendra Chahal and Harbhajan Singh. (Photo Source: Kerry Marshall, Gareth Copley/Getty Images)
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ওডিআই দলে নির্বাচিত হয়েছেন। ২০২৩ সালের আগস্ট মাসের পর তাকে আর ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি। তাকে এশিয়া কাপ ২০২৩ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও খেলার সুযোগ পাননি তিনি। বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করার মাধ্যমে ভারতীয় দলে ফিরে এসেছেন ৩৩ বছর বয়সী এই স্পিনার। শেষমেশ তিনি প্ৰথম একাদশে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই দলে যুজবেন্দ্র চাহাল জায়গা পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তার মতে, নির্বাচকরা চাহালকে কেবল একটি ললিপপ চুষতে দিয়েছে।
হরভজন সিং নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “টি-২০ ফরম্যাটে যুজবেন্দ্র চাহাল নেই। আপনি তাকে ওডিআইতে রেখেছেন কিন্তু টি-২০-তে রাখেননি। তারা তাকে শুধু একটি ললিপপ চুষতে দিয়েছে। আপনি যে ফরম্যাটে ভালো করবেন আমরা সেই ফরম্যাটে নেব না কিন্তু অন্য ফরম্যাটে নেব। এটি আমার বোঝাপড়ার বাইরে।”
“বোর্ডের তাদের সাথে কথা বলা উচিত ছিল” – হরভজন সিং
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাননি চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে এবং উমেশ যাদবের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। তাদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল এবং মুকেশ কুমারের মতো তরুণ খেলোয়াড়রা। হরভজন সিং এই অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ যাওয়ার ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন।
হরভজন সিং বলেন, “আমি মনে করি প্রত্যাবর্তনের জন্য রাস্তাটি কঠিন। তারা ভারতীয় ক্রিকেটকে পরিষেবা দিয়েছে এবং তারা নামী ক্রিকেটার। বোর্ডের তাদের সাথে কথা বলা উচিত ছিল। তাদের জানানো উচিত ছিল কেন তাদের বাছাই করা হয়নি এবং তাদের ক্যারিয়ারের সম্ভাব্য পথ কি হতে চলেছে।”
প্ৰথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজটি খেলবে ভারত। এই সিরিজটি ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর, তিন ম্যাচের ওডিআই সিরিজটি শুরু হবে যা ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত চলবে। সবশেষে টেস্ট সিরিজটি খেলা হবে। এই সফরে ভারতীয় দল কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
The post “আপনি তাকে ওডিআইতে রেখেছেন কিন্তু টি-২০-তে রাখেননি” – দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যুজবেন্দ্র চাহালের নির্বাচন নিয়ে মুখ খুললেন হরভজন সিং appeared first on CricTracker Bengali.










