“আমি খুশি যে ঋষভ সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে, সে সুস্থ হয়ে উঠছে” – শিখর ধাওয়ান

মার্চ 26, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

Shikhar Dhawan. (Photo Source: Twitter)

ভারতের ব্যাটিং তারকা ঋষভ পন্থ ৩০শে ডিসেম্বর ২০২২-এ একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন। তিনি তার পরিবারের সামনে হঠাৎ করে উপস্থিত হয়ে তাদের অবাক করে দেবেন ভেবেছিলেন। তাদের সাথে নতুন বছর উদযাপন করতে নয়াদিল্লি থেকে উত্তরাখণ্ডের রুরকিতে যাচ্ছিলেন তিনি। পন্থের গাড়ি রাস্তার একটি বিভাজকে ধাক্কা খায় এবং একাধিকবার উল্টে যায়। তার গাড়িতে আগুনও লেগে গেছিল। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার সৌভাগ্যক্রমে মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যান। কয়েকজন স্থানীয়রা তাকে এই দুর্ঘটনা থেকে উদ্ধার করতে সহায়তা করেছিলেন।

ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দুর্ভাগ্যজনক ঘটনার ব্যাপারে মন্তব্য করছেন। শিখর বলেন আগে তিনি একবার পন্থকে গাড়ি চালাতে দেখে তাকে গাড়ির গতির উপর নজর রাখার পরামর্শ দিয়েছিলেন।

আজ তক-কে শিখর ধাওয়ান বলেন, “আমি তাকে একবার গাড়ি চালাতে দেখেছি। আমি খুশি যে ঋষভ সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে, সে সুস্থ হয়ে উঠছে। আমার তার সাথে প্রায়ই কথা হয়। আমি তাকে একবার গাড়ি চালাতে দেখেছি এবং তাকে ধীরে ধীরে গাড়ি চালাতে বলেছিলাম। সেই সাক্ষাৎকারটি আমার মনেও ছিল না। আমি জানি না এটা কীভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল।”

the most valuable advice was given by shikhar dhawan to pant ♥️#RishabhPant #BCCI @DelhiCapitals pic.twitter.com/SshMBapvFL

— 🔥वसुसेन🔥 (@Mrutyyunjay) December 30, 2022

তিনি আরও বলেছেন যে তিনিও পন্থের বয়সে তাড়াহুড়ো করে গাড়ি চালাতেন। তরুণদের এই মুহুর্তগুলিতে তাদের অ্যাড্রেনালিন রাশ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

“সেদিন আমি আমার মনের কথা বলেছিলাম। কিন্তু যখন আপনার বয়স ২০-২১, তখন আপনার জীবনে সেই বাড়তি উদ্যম থাকে… এটা এমন নয় যে শুধু ঋষভ তার গাড়িটি তাড়াহুড়ো করে চালায়, সেই বয়সে আমিও তাড়াহুড়ো করে গাড়ি চালিয়েছি। অনেকেই এই একই কাজ করেছে।

“গাড়ি আরাম সে চালায়া কর” – শিখর ধাওয়ান

পন্থের দুর্ঘটনার পর ধাওয়ানের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় যে শিখর ভারতের উইকেটরক্ষক-ব্যাটার পন্থকে ধীরে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন। সেই ভিডিওতে পন্থকে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকে একটি পরামর্শ চাইতে দেখা যায় যার উত্তরে তিনি বলেন, “গাড়ি আরাম সে চালায়া কর (গাড়ি আস্তে চালাও)।”

১৫ই মার্চ ঋষভ পন্থ একটি লাঠির সাহায্যে সুইমিং পুলে হাঁটার ভিডিও শেয়ার করেছিলেন। তার পুরোপুরি সেরে উঠতে অনেক সময় লাগবে। ২০২৩ সালে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবং ওডিআই বিশ্বকাপে পন্থের পরিষেবা পাবেন না।

The post “আমি খুশি যে ঋষভ সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে, সে সুস্থ হয়ে উঠছে” – শিখর ধাওয়ান appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador