Rohit Sharma. ( Image Source: Disney+Hotstar )
শনিবার বিশ্বকাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেই ম্যাচেই পাকিস্তানকে খরকুটোর মতো উড়িয়ে জয় তুল নিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই জয়ের পিছনে প্রধান কারিগড় যে ভারত অদিনায়ক রোহিত শর্মা তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পারফরম্যান্সের সামনেই যে পাকিস্তানের বোলাররা অসহায়ের মতো আত্মসমর্পন করেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই এক সময় দেখা যায় যে আম্পায়ারকে হাতের মাসেল প্রদর্শন করেছিলেন রোহিত শর্মা। কেন তেমনটা করছিলেন সেই কথাই এবার সলকলের সামনে আনলেন ভারতীয় দলের অধিনায়ক।
এদিন পাকিস্তানের বিরুদ্ধে ছয় ও চারের বন্যা বইয়ে দিয়েছিলেন ভারত অধিনায়রক। কার্যত একাই শেষ করে দিয়েছিলেন প্রতিপক্ষ শিবিরের বোলিং লাইনআপ। তাঁর ব্যাট তেকে দেখা গিয়েছিল একের পর এক লম্বা ছয়। সেই পারফর্মযামন্স দেখেই হতবাক হয়েছিলেন ম্যাচ আম্রপায়ার এরাসমাসও। রোহিত শর্মার তাঁর রকাছে আসলে তাঁর ব্যাটে এমন কী রয়েছে সেই প্রসঙ্গেই নাকি জিজ্ঞাসা করছিলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আম্পায়ার।
পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা
থম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ৩০০টি ছয় হবাঁকানোর রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। ক্রিস গেইল এবং শাহিন আফ্রিদির সঙ্গে এলিট তালিকায় নিজের নাম তুললেন ভারতের হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধেও হিটম্যান শো অব্যহত। নেতৃত্বের পাশাপাশি এদিন পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফম্যান্সও দেখা গেল রোহিত শর্মার ব্যাট থেকে। পাকিস্তানের বিরু্দ্ধে একাই রোহিত শর্মা হাঁকিয়েছিলেন ছয়ি ওভার বাউন্ডারি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। ম্যাচ শেষেই রোহিত শর্মা ইরাসমাসের সঙ্গে সেই ঘটনা সকলের সামনে এনেছেন।
এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মা জানিয়েছেন, আসলে তিনি আমাকে জিজ্ঞাসা করচিলেন যে এত বড় ওভার বাউন্ডারি আমি কেমনভাবে মারতে পারি। তোমনার ব্যাটে কিছু একটা রয়েছে। আমি তখন তাঁকে বলেছিলাম যে ব্যাটে নয়, আমার হাতেই রয়েছে সেই শক্তি।
আহমেদাহবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই ছিল দ্য হিটম্যান শো। আর তাতেই উল্লসিত স্টেডিয়ামের অসংখ্য ক্রিকেট ভক্ত। তবে আফসোস শুধু একটাই রইলস, পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী হাতছাড়া হল তাঁর। ৮৬ রানের ইনিংস খেলেই থামলেন রোহিত শর্মা। গোটা ইনিংস জুড়ে একাই হাঁকিয়েছেন ৬ টি ওভার বাউন্ডারি। এই ফর্মের ধারা রোহিত শর্মা গোটা প্রতিযোগিতায় ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
The post আম্পায়ারকে কেন মাসেল দেখিয়েছিলেন রোহিত শর্মা, প্রকাশ্যে আনলেন সেই কথোপকথন appeared first on CricTracker Bengali.










