Rinku Singh. (Photo Source: IPL/BCCI)
ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ হয়নি তাঁর। এবারের আইপিএলে ভাল পারফরম্যান্স করলেও রিঙ্কু সিংয়ের সুযোগ ভারতীয় দলে না হওয়াতে অনেকেই বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। নানান সমালোচনা চলছে। তবে শীঘ্রই নাকি ভারকতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। শোনাযাচ্ছে আসন্ন আয়ারল্যান্ড সফরেই নাকি ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। আগামী অগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এবারের আইপিএলে কলকাতা নািট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেরা পারপরম্যান্স ছিল তাঁক। সেখানেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। শুধুমাত্র সেই ম্যাচই নয়। নাইট রাইডার্সের হয়ে প্রতিটি ম্য়াচেই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই থেকেই রিঙ্কু সিংয়কে ভারতীয় দলে সুযোগ করে দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাঁকে ভারতীয় দলে সুযোগ করে দেওয়ার পরামর্শই শোনা গিয়েছিল সকলের মুখে।
এবারের আইপিএলে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন রিঙ্কু সিং
কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে। কিন্তু সেই দলে সুযোগ হয়নি এই তরুণ ক্রিকেটারের। রিঙ্কু সিংকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না দেখার পর অনেকেই সমালোচনা করতে শুরু করেছে। তবে শোনাযাচ্ছে আগামী আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে রিঙ্কু সিংকে। আয়ারল্যান্ডের বিরদ্ধে ১৮, ২০ এবং ২৩ অগস্ট ভারতীয় দল তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। সেখানেই রিঙ্কু সিং এবং রুতুরাজ গায়কোয়াড়কে দেখা যেতে পারে।
বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে একে একে সমস্ত ক্রিকেটারদেরই সুযোগ দিতে চলেছে ভারতীয় দলের নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে একেবারে তরুণ দল নামানো নিয়ে নারাজ ছিল ভারতীয় দলের নির্বাচক কমিটি। সেই কারণে এই সিরিজে রিঙ্কু সিংকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামনেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেখানেই শেষপর্যন্ত তাঁকে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে এখন সকলে।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। শুধুমাত্র তাই নয়, এবারের আইপিএলে রুতুরাজ গায়কোয়াড়ও নিজের ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। আগামী আয়ারল্যান্ড সফরে এই দুই তরুণ ক্রিকেটার সুযোগ পেলে নিজেদের সেরা পারফরম্যান্স সেখানে দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post আয়ারল্যান্ড সফরেই ভারতীয় টি২০ দলে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং appeared first on CricTracker Bengali.