Pakistan Cricket Board. (Photo Source: Twitter)
আরাফাত নিউজিল্যান্ড টি টোয়েন্টির জন্য পাকিস্তানের উচ্চ ক্ষমতা সম্পন্ন কোচ হিসেবে মনোনীত হয়েছেন। সাইমন হেলমোটের জায়গায় তিনি শিবিরে আসবেন বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত অনেক দেরিতেই নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে চলতি ম্যাচগুলির একটি সিরিজের জন্যই তাকে জাতীয় দলে নিয়োগ করা হয়েছে। গোটা অস্ট্রেলিয়া সিরিজ জুড়ে হেলমটকে কোচিং স্টাফের অংশ হিসেবে প্রথমে মনোনীত করা হয়েছিল। যদিও পৃথিবী সূত্রে খবর তিনি ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে বেরিয়ে চলে যাচ্ছেন। মিকি আর্থার ও গ্রান্ট ব্র্যাডবোর্ণের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের ক্ষেত্রে মূলত দলের পরিচালক হিসেবে মোহাম্মদ হাফিজকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর এটি একটি বিশেষ পরিবর্তন বলে মনে করা হচ্ছে। আর্থার আর ব্র্যাডবোর্ন এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে থাকলেও তারা অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না বলেই জানা যাচ্ছে। যদিও বোর্ড সূত্রে খবর, হাফিজের নিয়োগের পরবর্তী সময় ওমর গুলকে দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে শাহিদ আজমলকে স্পিন বোলিং কোচ করার পাশাপাশি এডাম হোলিওকে ব্যাটিং কোচ ও হেলমটকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যানেজমেন্ট সামলানোর দায়িত্বে অবতীর্ণ করার কথা ঘোষণা হয়েছে। মূলত পরিস্থিতির কারণেই এই সমস্ত নিয়োগগুলি স্বল্পমেয়াদি করার কথা ভেবেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে যে এটি একটি অন্তর্বর্তীকালীন সেট আপ ও আনুষ্ঠানিক নির্বাচন এখনো অনুষ্ঠিত হয়নি। তাই জন্যই মূলত দীর্ঘমেয়াদী নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতার অভাব বোর্ডের রয়েছে।
আরাফাতের ইতিপূর্বে নিউজিল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ডেও কোচিং করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে ১৩টি টি-টোয়েন্টি রয়েছে। এছাড়াও পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ী দলের অংশ ছিলেন তিনি। যদিও গোটা সিরিজে তিনি মাত্র একটি ম্যাচে প্রথম একাদশে অংশ নিয়েছিলেন। আগামী দিনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ১২ই জানুয়ারি শুরু হওয়ার কথা।
ইতিমধ্যেই বলা যেতে পারে গোটা পাকিস্তান দল একটি বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। অধিনায়ক শান মাসুদ স্পষ্ট করে বলেন সরফারাজের জায়গায় রিজওয়ান দলে এসেছেন। রিজওয়ান বহুদিন ধরে সাদা বনের ক্রিকেট খেলেছে। তাই লাল বলে ক্রিকেটে কিছুদিন সময় দেওয়ার পর তাকেও দলে নেয়া হয়েছে। করাচিতে বেশ কিছুদিন ঘরোয়া ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করেন। টেস্টের জন্য ভালোমতো প্রস্তুতি নেওয়ার তাঁদের প্রয়োজন রয়েছে। ২১তারিখে একটি প্রশিক্ষণ সেশন হয় জংশন ওভালে এবং দুই দিনের অনুশীলন খেলাও অনুষ্ঠিত হয়। যদিও ভারী বৃষ্টির কারণে সোমবার উভয় দলকেই তাদের প্রশিক্ষণ বন্ধ রাখতে হয়েছে।
The post আরাফাত নিউজিল্যান্ড টি টোয়েন্টির জন্য পাকিস্তানের কোচ হিসেবে মনোনীত হয়েছেন appeared first on CricTracker Bengali.










