আহমেদাবাদে “দ্য হিটম্যান” শো, ভারতীয় হিসাবে ওডিআইতে ৩০০ ছয়ের রেকর্ড রোহিত শর্মার

অক্টো. 14, 2023

Spread the love

Rohit Sharma. ( Image Source: Twitter )

আফগানিস্তানের পর পাকিস্তানের বিরুদ্ধেও বিদ্বংসী পারফরম্যান্স রোহিত শর্মার। গত ম্যাচে  ওভা বাউন্ডারি হাঁকিয়ে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছিলেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার মুকুটে নতুন পালক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ৩০০টি ছয় হবাঁকানোর রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। ক্রিস গেইল এবং শাহিন আফ্রিদির সঙ্গে  এলিট তালিকায় নিজের নাম তুললেন ভারতের হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধেও হিটম্যান শো অব্যহত। নেতৃত্বের পাশাপাশি এদিন পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফম্যান্সও দেখা গেল রোহিত শর্মার ব্যাট থেকে।

ভারতের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হয়েছিল পাকিস্তান। ব্যাট হাতে নামার পর থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা। শাহিন আফ্রিদি থেকে হাসান আলি, হারিস রওফ কোনও পাক বোলারই রোহিত শর্মার সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি এদিন। হিটম্যানের সেই পারফর্ম্যান্সেই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা  একেবারে পাকাপাকি হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ব্যাট থেকে এখন শুধুই ছয় ও চারের বন্যা।

৮৬ রানের ইনিংস খেলেই থামতে হয়েছে রোহিত শর্মাকে

বিশ্বকাপের ম়্চে নামার আগেও রোহিত শর্মার পারফর্ম্যান্স নিয়ে নানান কথাবার্তা চলছিল। বিশ্বকাপের মঞ্চে  প্রথম ম্যাচে রোহিত শর্মা রান পাননি। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেই প্রথমবার রোহিত শর্মাকে তাঁর হিটম্যানের অবতারে দেখা গিয়েছিল। সেই ধারা এবার পাকিস্তানের বিরুদ্ধেও অব্যহত ছিল । পাকিস্তানের ১৯১ রান তাড়া করতে নেমে শুধুই চার ও ছয় হাঁকিয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। অর্ধশতরানের পৌঁছনোর পথেই চারটি ছয় হাঁকানো হয়ে গিয়েছিল। রোহিত শর্মার এমন পারফরম্যান্স যে ভারতীয় দলের বিশ্বকাপের স্বপ্নকে আরও মজবুত করেছে তা বলাই বাহুল্য।

এদিন তিনি যখন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন সেই সময়ই ভারতীয় ব্যাটার হিসাবে ওডিআইয়ের মঞ্চে ৩০০ ছয়ের থেকে মাত্র কয়েক ধাপ পিছনে ছিলেন। খুব একটা বেশীক্ষণ অবশ্য সেই রেকর্ড গড়তে সময় নিলেন রোহিত শর্মা। নিজের অর্ধশতরান করার আগেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোনের মালিক হয়ে গিয়েছেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআই ফর্ম্যাটে ৩০০ ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পরেই রয়েছেন তিনি।

আহমেদাহবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন শুরু থেকেই ছিল দ্য হিটম্যান শো। আর তাতেই উল্লসিত স্টেডিয়ামের অসংখ্য ক্রিকেট ভক্ত। তবে আফসোস শুধু একটাই রইলস, পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী হাতছাড়া হল তাঁর। ৮৬ রানের ইনিংস খেলেই থামলেন রোহিত শর্মা। গোটা ইনিংস জুড়ে একাই হাঁকিয়েছেন ৬ টি ওভার বাউন্ডারি।

The post আহমেদাবাদে “দ্য হিটম্যান” শো, ভারতীয় হিসাবে ওডিআইতে ৩০০ ছয়ের রেকর্ড রোহিত শর্মার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador