Rohit Sharma. ( Image Source: Twitter )
রবিবার লখনউ-তে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলচে ভারতীয় দলের। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই এবার নতুন রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। বারতী. দলের অধিনায়ক হিসাবে শততম ম্যাচের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টস করতে নামলেই সেই নতুন নজির গড়বেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে আরও একটা নয়া রেকর্ডের হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান করার সামনে রয়েছেন রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকেও আসছে রানের ফোয়ারা। সেখানেই কেরিয়ারের অন্য়তম মাইলস্টোন গড়ে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের এলিট তালিকায় নাম তোলার সামনে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। এই মুহূর্তে মাতে্র ৪৯ রান দূরে দাঁডিয়ে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার সম্পূর্ণ করবেন রোহিত শর্মা। তাঁর সেই সাফল্যের অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে রোহিত শর্মা অ্যান্ড কো
পাকিস্তানের বিরু্দ্ধেও ৮০ রানের ইনিংস খেলার পাশাপাশি রেকর্ড গড়েছিলেন তিনি। এবারের বিশ্বকাপে একের পর এক রেকরক্ড গড়েছে চলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের মঞ্চেই প্রথমবার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছিলেন তিনি। এখন রোহিত শর্মাই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড গড়েছিলেন। সেইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও গড়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই এশিয়ার মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৬ হাজার রান করার রেকর্ডও গড়েছিলেন রোহিত শর্মা। এবার সেই রোহিত শর্মার সামনে রয়েছে নয়া রেকর্ডের হাতছানি।
এবারের এশিয়া কাপের মঞ্চ থেকেই ভাল পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন রোহিত শর্মা। সেখানেই এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও। এই মুহূর্তে রোহিত শর্মা দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সের ধারাই বজায় রেখেছেব এই তারকা ক্রিকেটার। আর তাতেই সকলে আপ্লুত।
এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্ধর্ষ মেজাজে রয়েছেন রোহিত শর্মা। সেখানে অর্ধশতরানের পাশাপাশি সেঞ্চুরীও রয়েছে রোহিত শর্মার ব্যাটে। এই মুহূর্তে চলতি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার করেছেন ৩১১ রান। সেখানেই তাঁর গড় রয়েছে ৬২.২০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৩৩.৪৮। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শততম ম্যাচে নামতে চলেছেন রোহিত শর্মা।
The post ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শততম ম্যাচে নামতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










