Chris Gayle. (Photo Source: Twitter)
টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের রেকর্ড খুবই ভালো। তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্ৰথম ম্যাচে তিনি খুব ভালো ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি মাত্র ৪২ বল খেলে ৮০ রান করেছিলেন। তার ব্যাটিং এবং অধিনায়কত্ব চলতি সিরিজে ভারতকে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছে।
টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের ব্যাটিং দেখার পর অনেকেই এবি ডি ভিলিয়ার্সের সাথে তার তুলনা করেছেন। তিনি মাঠের সব দিকেই শট খেলতে পারেন। কেউ কেউ তাকে ‘নিউ ইউনিভার্স বস’ বলেও ডাকেন। তবে ক্রিস গেইল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ‘ইউনিভার্স বস’ একজনই এবং সেটি হলেন তিনি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন।
হিন্দুস্তান টাইমসকে ক্রিস গেইল বলেন, “না, অন্য কোন গেইল নেই। অন্য কোন গেইল কখনই হবে না। এটি হওয়া কখনই সম্ভব নয়। ইউনিভার্স বস একজনই, কেবল একজন।”
তিনি আরও বলেন, “আমি তার আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। আমি চাই ব্যাটাররা বোলারদের ধ্বংস করুক, এবং রোহিত তাদের মধ্যে একজন যারা এটি করে।”
ক্রিস গেইল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন। উল্লেখযোগ্যভাবে, বিরাট কোহলি এবং ক্রিস গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে একসাথে খেলতেন।
ক্রিস গেইল বলেন, “যখন আমি আরসিবির হয়ে খেলতাম, তখন ওডিআই ক্রিকেটেও তিনি এমনিতেই অসাধারণ ছিলেন। তখন এটা গোপন ছিল না। আমাদের সামনেই সবকিছু ছিল, এবং সেখান থেকে ওডিআই ক্রিকেটে তাকে ৫০তম শতরান করতে দেখা, এটি অবিশ্বাস্য। সচিনের মতো একজন কিংবদন্তীর রেকর্ড ভাঙা, এটি সত্যিই অসাধারণ। আমাদের তাকে তার প্রাপ্য কৃতিত্বটা দিতে হবে। এটি অসাধারণ এবং আমি কাউকে এর কাছাকাছি যেতে বা এটি ভাঙতে দেখছি না।”
এই মুহূর্তে লেজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিসের সাথে ওপেনিং করার ব্যাপারে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার।
ক্রিস গেইল যোগ করেছেন, “এলএলসির অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। খেলার সব কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা আমার কাছে দারুণ ব্যাপার। আমি ক্যালিসের সাথে ব্যাটিং ওপেন করতে পেরেছি; এটি একটি দুর্দান্ত অনুভূতি।”
The post “ইউনিভার্স বস একজনই, কেবল একজন” – নতুন যুগের আক্রমণাত্মক ব্যাটারদের নিজের জায়গা দিতে আগ্রহী নন ক্রিস গেইল appeared first on CricTracker Bengali.










