ইউসুফ পাঠানের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান

মার্চ 11, 2024

No tags for this post.
Spread the love

Yusuf Pathan. (Photo Source: Twitter)

রাজনীতির ময়দানের নতুন ইনিংস শুরু করেছেন ইউসুফ পাঠান। এবার তাঁরই গলায় শোনা গেল বাংলার রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুরে বাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ইউসুফ পাঠান। স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, ২২ গজের তাঁর ছক্কা হাকানো বিধ্বংসী ইনিংসের চমক কি এবার রাজনীতির ময়দানে দেখা যাবে? প্রাক্তন নাইট তারকা বলেন, ‘ কলকাতার দলের হয়ে দুবার আইপিএল জিতেছি। ২০১২ ও ২০১৪ সালে দল সেরার শিরোপা জিতেছিল। ইডেনে সেই উৎসব কখনো ভুলতে পারিনি। দিদির সাথে তখন খুব ভালো মুহূর্ত কাটিয়েছি। এবার দিদির দলের হয়ে কাজ করতে চাই।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ সবসময়ই আমাকে ভালবাসেন। তাদের কথা সংসদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নেব।’ ইউসুফের অন্যতম প্রিয় বন্ধু তথা বঙ্গ ক্রিকেটের আরেক তারকা মনোজ তিওয়ারি রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী। বন্ধুকে দলে পেয়ে বলেছিলেন, ‘ একসঙ্গে আইপিএল জিতেছি। এবার একসঙ্গে লোকসভা নির্বাচনেও জিতে যাব।’

শ্রীলঙ্কায় সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়েছিলেন ইউসুফ পাঠান। রবিবার সকালে সরাসরি কলম্বো থেকে কলকাতায় পদার্পণ করেন। রাতে আবার ফিরে যান কলম্বোয়। ইউসুফ জানেন, বহরমপুরে কঠিন লড়াই। সেই প্রসঙ্গে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ এতদিন মাঠে লড়াই করেই জিতে এসেছি। শুনেছি প্রতিপক্ষ খুবই শক্তিশালী। এবার একইভাবে রাজনীতির ময়দানে তার সঙ্গে লড়াই হবে। ফল তো আমার হাতে নেই। জনগণ যা ঠিক করবেন তাই হবে।’ এর পাশাপাশি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেন, ‘ ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেই বহরমপুরে থাকতে শুরু করব। চেষ্টা করব সকলের সমস্যার শোনার। কার কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলি সবই জানার চেষ্টা করব।’ যদিও নাইটদের হয়ে আইপিএল জেতার সুখস্মৃতি এখনো ভুলতে পারেননি ইউসুফ। তার মনের মনিকোঠায় এখনো স্পষ্ট, কেকেআরের হয়ে খেলা বিধ্বংসী সব ইনিংস। এবার রাজনীতির উইকেটে তৃণমূলের হয়ে জিতে নতুন ইনিংস শুরু করতে মরিয়া প্রাক্তন ভারতীয় তারকা। সুদূর গুজরাট থেকে প্রার্থী হয়েছেন বাংলার বহরমপুরের।

কিন্তু জিততে কি পারবেন? সেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর স্পষ্ট। তিনিও পাল্টা ছুঁড়ে দিলেন, ‘দেখা যাক। খেলা হবে!’

যদিও তাঁর পাশাপাশি ৮৩র বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদও বাংলায় নির্বাচনে দাঁড়াচ্ছেন। 

The post ইউসুফ পাঠানের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8