Roger Binny. ( Image Source: Twitter )
বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ইডেন গার্ডেন্সে নেমেছে ভারতীয় দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের স্বাক্ষী থাকতে শহরবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। সেইসঙ্গে টিকিটের চাহিদাও ছিল আকাশছোঁয়া। আর তাতেই বারবার এবারের খবরের শরোনামে উঠে এসেছে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টিকিট নিয়ে কালোবাজারীর ছবি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিসিসিআইয়ের সভাপতি রজার বিনিকে নোটিম জারি করল কলকাতা পুলিস। টিকিট বিক্রির প্রসঙ্গে সমস্ত নথিই তাঁকে জমা দেওয়ার কথা জানানো হয়েছে কলকাতা পুলিসের তরফে।
ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে এবার উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। এক হল চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে বিরাট কোহলির জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবেন তিনি। কার্যত সেই বিশেষ মুহূর্তের স্বাক্ষী হতেই মরিয়া হয়ে ছিলেন সকলে। এমন পরিস্থিতিতেই এবার বিশ্বকাপের মঞ্চে এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। আর সেই চাহিদার কারণেই টিকিটের কালোবাজারীর খবর প্রতিদিন শিরোনামে।
ইডেন ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারীর অভিযোগ উঠেছে
টিকিট না পাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন যেমন সিএবির সদস্যরা। তেমনই আম জনতাও টিকিট না পেয়ে ক্ষুব্ধ। এরপর থেকেই টিকিট বন্টন থেকে টিকিট বিক্রির ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সমর্থকরা। সেখানেই এফআইয়ার দায়ের করা হয়েছিল। এমন অভোযগ পেয়ে কলকাতা পুলিসও তদন্ত শুরু করতে খুব একটা বেশী করেনি। টিকিটের কালোবাজারী রুখতে ময়দানে নেমে পড়েছিল কলকাতা পুলিস। তারই পরিপ্রেক্ষিতে এবার বিসিসিআই সভাপতি রজার বিনির উদ্দেশ্যে চিঠি দেওয়া হল কলকাতা পুলিসের তরফে।
টিকিট বিক্রি এবং বন্টন সমগ্র পরিস্থিতি ও ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ নথি চেয়েই এই চিঠি দেওয়া হয়েছে বলে শোনাযাচ্ছে। বোর্ড সভাপতির কাছেই সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে এক পুলিস আধিকারিক জানিয়েছেন, টিকিট বিক্রি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নথি চেয়ে বিসিসিআই সভাপতি রজার বিনিকে চিঠি দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত কিছু জনা দেওয়ার কথা জানানো হয়েছে ময়দান থানায়।
এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইডেন গার্ডেন্স কানায় কানায় ভর্তি রয়েছে। সেখানেই টিকিটের কালোবাজারী নিয়ে বড়সড় অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত জল কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post ইডেনের টিকিট সংক্রান্ত সমস্যার জেরে বোর্ড সভাপতি রজার বিনিকে চিঠি কলকাতা পুলিসের তরফে appeared first on CricTracker Bengali.










