Jasprit Bumrah. ( Photo Source: Pankaj Nangia/Getty Images & Instagram/JaspritBumrah )
ওডিআই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে। কিন্তু সেখানে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে এখনও পর্যন্ত চলছে নানান কাটাছেড়া। সেই গুঞ্জনই এবার আরও খানিকটা বাড়িয়ে দিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার সকালে একটি পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ। সেখা্নে তিনি যে বার্তা দিয়েছেন তা নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। হঠাত্ কেন এমন পোস্ট করলেন জসপ্রীত বুমরাহ তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। এখনও পর্যন্ত সঠিক কারণ কেউই খুঁজে বের করতে পারছেন না।
কোমড়ের চোট সারিয়ে এই বছরের শেষের দিকেই ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। এই বছরের অগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখান থেকেই নিজের পারফরম্যান্স দেখানো শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও নেমেছিলেন জসপ্রীত বুমরাহ। সেই থেকেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল।
এবারের ওডিআই বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের সদস্য ছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেও বারবার কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে সাফল্যের রাস্তায় এগিয়ে দেওয়ার লক্ষ্যে অন্যতম প্রধাম কারিগড় ছিলেন তিনি। বল হাতে যেমন উইকেট নিয়েছেন। তেমনই কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে রান কম দিয়ে তাদেরকে চাপে ফেলে দেওয়ার কাজটা করেছেন তিনি। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১৪টি উইকেট রয়েছে জসপ্রীত বুমরার। সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন এই তারকা ক্রিকেটার। যদিও ফাইনালের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। তার বেশ কয়েকদিন পর জসপ্রীত বুমরার এই সোশ্যাল মিডিয়া পোস্ট সকলকে খানিকটা অবাকই করছে।
ইনস্টাগ্রামে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “চুপ করে থাকাটা কখনোও কখনোও সেরা জবাব দেওয়া হয়ে থাকে”।
জসপ্রীত বুমরাহ হঠাত্ কেন এমন পোস্ট করলেন সেটা দেখেই হতবাক হয়েছেন সকলে। তবে কী দলের অন্দরে কোনওরকম সমস্যা চলছে। নাকি অন্য প্রসঙ্গেই জসপ্রীত বুমরাহ এমন পোস্ট করেছেন। এমন নানান প্রশ্নই উঠতে শুরু করেছে। উতেতরটা হয়ত একমাত্র জসপ্রীত বুমরার কাছেই রয়েছে। ওডিআই বিশ্বকাপের পর আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ খেলছে তরুণ ভারতীয় দল। আগামী দক্ষিণ আফ্রিকা সফরেই আবার দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে।
The post ইনস্টাগ্রামে জসপ্রীত বুমরার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.










