Varun Chakravarthy. (Image Source: IPL/BCCI)
কয়েকদিন আগেই এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিাই। সেই দল নিয়ে খুশি হলেও, কয়েকটা জায়গা নিয়ে একটু মতবিরোধ রয়েচে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। বিশেষ এশিয়ান গেমসের দলে বরুম চক্রবর্তীর সুযোগ না পাওয়া নিয়েই মুখ খুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে এই দলে বরুণ চক্রবর্তীর নাম থাকাটা একেবারেই উচিত্ ছিল। অন্তত এবারের আইপিে্লে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেমন পারফরম্যান্স করেছেন, সেটা দেখারক পরই এমন মন্তব্য করছেন আকাশ চোপড়া।
আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে নামবে টিম ইন্ডিয়া। এই সপ্তাহেই সেই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই রুতুরাদ গায়োকয়াড়কে এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। এশিয়ান গেমসেকর জন্য এবার তরুণ ক্রিুকেট দলই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রুতুরাজ গায়কোয়াড় য়েমন অধিনায়ক হয়েছেন। তেমনই সেই দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল. জীতেশ সর্মা এবং রিঙ্কু সিংদের মতো তরুণ ক্রিকেটাররা। সেই দলেই বরুণ চক্রবর্তীরও থাকা উচিত্ ছিল বলে মনে করছেন তিনি।
এবারের আইপিএলে নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী
এবারের আইপিএলে লিগ পর্ব টপকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রিঙ্কু সিংয়ের পাশাপাশি নাইটদের হয়ে ভাল পারপরম্য়ান্স করতে দেখা গিয়েছিল বরুণ চক্রবর্তীকে। সদ্য শেষ হওয়া আইপিেলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে বরুণ চক্রবর্তীর ইকনমি ছিল ৮.১৪। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও ভাল পারফরম্যান্স দেখাতে না পারার জন্য এরপরই দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
যদিও আকাশ চোপড়া মনে করেন যে এই দলে বরুণ চক্রবর্তী সুযোগ পেতেই পারতেন। তিনি জানিয়েছেন, “দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে খেলানো হয়েছিল। যদিও এরপরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন বরুণ চক্রবর্তী। কিন্তু শেষবারের আইপিএলের দিকে তাকানো য়ায় , তিনি কিন্তু অন্যতম সফল স্পিনার ছিলেন সেখানে। এই দলে তাংর নাম দেখার প্রত্যাশায় ছিলাম আমি। কিন্তু শেষপর্যন্ত সেই নামটা দেখা যায়নি”।
যদিওএই দলে যে দুজন স্পিনারকে রাখা হয়েছে তাদেরকে নিয়েও যখেষ্ট আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। এশিয়ান গেমসের দলে স্পিনার হিসাবে রাখা হয়েছে শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণোইকে। তাদের পাশে বরুণ চক্রবর্তীকেও রাখা যেত বলে মনে করছেন আকাশ চোপড়া।
The post এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর সুযোগ না হওয়া নিয়ে হতাশ আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.