এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি ভারতীয় মহিলা ক্রিকেট দলের

সেপ্টে. 25, 2023

Spread the love
India Womens Team. ( Photo Source: Twitter )

কমনওয়েলথে পারেনি তারা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে কোনওরকম ভুল করেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জয় ভারতীয় দলের। বারতীয় ক্রিকেটে একত নতুন ইতিহাসের স্বাক্ষী স্মৃতি মন্ধনা, শেফালী বর্মারা।  ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই তিতাস সাধু ও কাজেশ্বরী গায়কোয়াড়ের হাত ধরে সোনার স্বপ্ন সফল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাসে নাম তুললেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা।

এবারের এশিয়ান গেমসের মঞ্চেই ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। সেখানে কোয়ার্টার ফাইনালের মঞ্চেই নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। ফাইনালের মঞ্চেও সেই ধারা বজায় রেখেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে কার্যত হেলায় হারিয়েই এশিয়ান গেমস ক্রিকেটের মঞ্চে প্রথম মহিলা দল হিসাবে সোনা জেতার ইতিহাস গড়ল ভারত। সোশ্যাল মিডিয়াথেকে বিভিন্ন মাধ্যমেই স্মৃতি মন্ধনাদের নিয়ে এখন শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

ফাইনালের মঞ্চে ৬ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছেন তিতাস সাধু

ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মন্ধনা। যদিও ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। স্মৃতি মন্ধনার ৪৬ এবং জেমিমা রডরিগেদজের ৪২ রান বাদ দিলে ভারতীয় দলের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। শ্রীলঙ্কার বোলাররাও এদিন ভারতীয় দলের ওপর বেস চাপ তৈরি করেছিল। সেখানেই শেষপর্যন্ত ১১৬ রান করতে পেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

https://twitter.com/StfuXRitik/status/1706242281072918931

ফাইনালের মঞ্চে কম রানের লক্ষ্য শ্রীলঙ্কার সামনে তখন। কিন্তু ভারতীয় দলের মনোভাবও এদজিন ছিল নাছোর। সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন পূজা বস্ত্রকার। এই ম্যাচেও সেই বোলারদের হাত ধরেই সাফল্য পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বল হাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসাী ফর্মে ছিলেন তিতাস সাধু। শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে বেশীক্ষণ মাঠে থাকতেই দেননি তিনি। একাই এদিন তুলে নিয়েছিলেন তিন উইকেট।

সেইসঙ্গে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন রাজেশ্বরী গায়কোয়াড়। শ্রীলঙ্কার অন্যতম দুই তারকা ক্রিকেটার তাঁর শিকার। ভারতের ১১৬ রান তাড়া করতে নেমে ৯৭ রানেই থামতে হয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচ জয়ের পরই সোনার স্বপ্ন পূরণ ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador