এশিয়া কাপের আগে মানসিক শক্তি বাড়াতে আগুনের ওপর দিয়ে হাঁটছেন মহম্মদ নাইম

আগস্ট 19, 2023

No tags for this post.
Spread the love

Mohammad Naim. ( Image Source: Twitter )

এশিয়া কাপ শুরু হতে হাতে আর বেশী সময় নেই।  আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। বেশ কয়েকদিন আগেই দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশও। সাকিব অল হাসানের নেতৃত্বেই এবার এশিয়া কাপের মঞ্তে নামতে চলেছে  বাংলাদেশ ব্রিগেড। শেষপর্যন্ত কারা সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই মঞ্চেই নামার আগে জোরকদমে প্রস্তুতিতে বাংলাদেশের ওপেনার মহম্মদ নাইম। এশিয়া কাপের মঞ্চে নিজের মানসিক শক্তি বৃদ্ধির জন্য আগুনের ওপরই হাঁটছেন এই তরুণ ক্রিকেটার।

এশিয়া কাপের মঞ্চে এবার বাংলাদেশ স্কোয়াডে ওপেনিং পজিশনে এই মহম্মদ নাইমের ওপরই ভরকা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এমন বড় প্রতিযোগিতায় মানসিক শক্তি ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই নিজেরক প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ েই তরুণ ক্রিকেটার। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটারদের মানসিক সক্তি বৃদ্ধির কাজ করছেন সবিত রেহান। তাঁর তত্ত্বাবধানেই এই কঠিন কাজ করলেন মহম্মদ নাইম। ছাই চাপা আগুনের ওপর  দিয়ে হেঁটে চলার প্রস্তুতি সারছেন তিনি। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল।

এই বছরই বাংলাদেশের হয়ে ওডিআই-তে অভিষেক করেছেন মহম্মদ নাইম

বাংলাদেশের হয়ে অভিষেক মরসুমটা খুব একটা ভাল যায়নি মহম্মদ নইমের। বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন তিনি। তবুও এসিয়া কাপের মতো ম়্চে তাঁর ওপরই বরসা রেখেছে বাংলাদেশের নির্বাচকরা। সেখানেই  নামার আগে নিজের মানসিক সক্তি বৃদ্ধির দিকেই বিশেষ নজর দিয়েছেন এইতরুণ ক্রিকেটার। রাতের অন্ধকারে মাঠেরক মধ্যেই চাই চাপা আগুনের ওপর দিয়ে হাঁটছেন তিনি। মানসিকভাবে অত্যন্ত কটিন হয়ে ওঠার জন্যই নাকি এমন প্রস্তুতি সারছেন মহম্মদ নাইম।

Naim Sheikh working with a mind trainer ahead of Asia Cup. pic.twitter.com/mkykegJ06p

— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) August 18, 2023

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। সেখানেই ৩১ অগস্ট প্রথম ম্যাচে নামতে চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গতবার এই শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়েছিল। এবার সাকিব অল হাসানের নেতৃত্বে নামছে বাংলাদেশ ব্রিগেড। দলে তামিম ইকবাল নেই। ওপেনিংয়ে মহম্মদ নাইমদের ওপর যে দায়িত্বটা অনেকটা বেশী তা বলার অপেক্ষা রাখে না।

এই বছরের শুরুতেই বাংলাদেশের হয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল মহ্মদ নাইমের। এখনও পর্যন্ত মাত্র চারটি ওডিআই ম্যাচ খেলেছেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তিন ইনিংসে মাত্র ১০ পান করতে পেরেছিলেন মহম্মদ নাইম। তবুও তাঁর পর ভরসা রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেখানেই শেষপর্যন্ত তিনি সফল হন কিনা সেটাই এখন দেখার।

The post এশিয়া কাপের আগে মানসিক শক্তি বাড়াতে আগুনের ওপর দিয়ে হাঁটছেন মহম্মদ নাইম appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8