Liton Das. (Photo Source: should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)
এশিয়া কাপ ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ। তবে অভিজ্ঞ ব্যাটার লিটন দাস অসুস্থতার কারণে তার দলের সাথে রওনা দিতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, ৩০শে আগস্ট থেকে এই টুর্নামেন্টটি শুরু হবে এবং ১৭ই সেপ্টেম্বর শেষ হবে।
৩১শে আগস্ট, ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মঞ্চে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর, ৩রা সেপ্টেম্বর, গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
লিটন দাস বাদেও তানজিম সাকিব দলের সাথে শ্রীলঙ্কায় যেতে পারছেন না। এবাদত হোসেন চোট পাওয়ায় তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন তানজিম। তার টিকিট এখনও পর্যন্ত নিশ্চিত না হওয়ায় তিনি পরে শ্রীলঙ্কায় যাবেন।
২৭শে আগস্ট, রবিবার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস লিটন দাসের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিটনের শারীরিক অবস্থার ব্যাপারেও মুখ খুলেছেন।
জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে বলেন, “লিটন জ্বরে ভুগছেন। ডেঙ্গুর জন্য তার পরীক্ষা নেগেটিভ এসেছে। তাই তাড়াতাড়ি সুস্থ হলে পরের ফ্লাইটে তিনি শ্রীলঙ্কায় যাবেন। কিন্তু যদি তিনি সুস্থ না হন, তাহলে আমাদের বদলির কথা ভাবতে হতে পারে।”
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও লিটন দাসের অসুস্থতার বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই উইকেটরক্ষক-ব্যাটারের অসুস্থতা গুরুতর নয় এবং তিনি যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন।
দেবাশিস চৌধুরী প্ৰথম আলোকে বলেন, “লিটন জ্বরে ভুগছে। কিন্তু এটা গুরুতর কিছু না। সব পরীক্ষার ফলাফল ইতিবাচক। তিনি সুস্থ হয়ে উঠলে তিনি দলের সাথে যোগ দেবেন।”
“আমাদের মূল টার্গেট এশিয়া কাপের ফাইনাল খেলা” – তাসকিন আহমেদ
বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ তাদের লক্ষ্যের ব্যাপারে কথা বলেছেন। তার মতে তাদের কাছে এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ রয়েছে।
প্ৰথম আলো তাসকিন আহমেদের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমাদের মূল টার্গেট এশিয়া কাপের ফাইনাল খেলা। এশিয়া কাপের ফাইনাল খেলতে পারলে এটা একটা বড় যৌথ অর্জন হবে। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। মূল কথা হলো আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের সামনে বিশ্বকাপও আছে। আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলি, তাহলে আমাদের কাছে চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ রয়েছে। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করবেন, যাতে আমরা সবাই আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি।”
The post এশিয়া কাপ ২০২৩: অসুস্থতার কারণে শ্রীলঙ্কার ফ্লাইট মিস করলেন লিটন দাস appeared first on CricTracker Bengali.