Shreays Iyer and KL Rahul. (Photo Source: Pankaj Nangia/Getty Images)
ওডিআই বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম জয় পেল ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে ৭ উইকেটে হারল বাবর আজমের নেতৃত্বাধীন দল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওপেনার আবদুল্লাহ শফিক ২৪ বলে ২০ রান করে আউট হন। আরেক ওপেনার ইমাম-উল-হক ৩৮ বলে ৩৬ রান করতে সক্ষম হন। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে ভালো রান আসে। বাবর ৫৮ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৭টি চার মারেন। রিজওয়ান ৬৯ বলে ৪৯ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার। বাবর এবং রিজওয়ানের মধ্যে ৮২ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়। তবে তাদের পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউই ভালো রান করতে পারেননি।
সাউদ শাকিল ১০ বলে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ইফতিখার আহমেদও বেশি রান করতে পারেননি। তিনি ৪ বলে মাত্র ৪ রান করে আউট হন। শাদাব খান এবং মহম্মদ নওয়াজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। শাদাব এবং নওয়াজ যথাক্রমে ৫ বলে ২ রান এবং ১৪ বলে ৪ রান করেন। হাসান আলি ১৯ বলে ১২ রান করে আউট হন। শেষমেশ ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জসপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব যথাক্রমে ৭ ওভারে ১৯ রান এবং ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাও ২টি করে উইকেট নেন।
১১৭ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ভারতীয় দল
রান তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ভারত। শুভমন গিল ১১ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৬৩ বলে ৮৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৬টি ছয়।
বিরাট কোহলি ১৮ বলে মাত্র ১৬ রান করতে সক্ষম হন। শ্রেয়াস আইয়ার ৬২ বলে অপরাজিত ৫৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ২টি ছয় মারেন। কেএল রাহুল ২৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১৯২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত। শাহীন আফ্রিদি ২টি উইকেট নেন। হাসান আলি ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতেন জসপ্রীত বুমরাহ।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Jasprit Bumrah’s exceptional effort with the ball helps him win the @aramco #POTM 👌#CWC23 | #INDvPAK pic.twitter.com/3ab7n0Pl2T
— ICC (@ICC) October 14, 2023
Pakistan lose 8/36 ☝️
Rohit slams 86 💥
Hosts go top of the table 🫡
The huge match in Ahmedabad went India’s way.
Read the full report 📝 ⬇️https://t.co/24Bi5qUy8c
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 14, 2023
Make it 3⃣ in a row for #TeamIndia! 👏 👏
Shreyas Iyer sails past FIFTY as India beat Pakistan by 7 wickets! 👍 👍
Scorecard ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/ucoMQf2bmU
— BCCI (@BCCI) October 14, 2023
Tough day at the office as India clinch the win today.
We head to Bengaluru for our next #CWC23 match against Australia.#INDvPAK | #DattKePakistani pic.twitter.com/ZLyNqKa2p1
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2023
Biggest stadium, huge match and Rohit’s XXL batting performance. India captain becomes Motera’s hero against Pakistan at Narendra Modi stadium. #IndiaVsPakistan @ImRo45 pic.twitter.com/cKonbahZE7
— Mohammad Kaif (@MohammadKaif) October 14, 2023
I said it before the World Cup: there was no competition between India and Pakistan in one-day cricket. India is way ahead. 🇮🇳
— Irfan Pathan (@IrfanPathan) October 14, 2023
Well played Team India 👏🏽😄 #INDvPAK #CWC2023 pic.twitter.com/6KbULjgWEx
— Wasim Jaffer (@WasimJaffer14) October 14, 2023
Well played, 🇮🇳👏👏 #IndvPak #CWC23
— Aakash Chopra (@cricketaakash) October 14, 2023
8-0 🇮🇳✅ #INDvPAK #WorldCup2023
— Yusuf Pathan (@iamyusufpathan) October 14, 2023
Hindustan Zindabad ❤️🏏 #IndiavsPak #WorldCup2023
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 14, 2023
The post ওডিআই বিশ্বকাপের মঞ্চে আবার ভারতের কাছে হারল পাকিস্তান, পয়েন্ট তালিকার শীর্ষে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল appeared first on CricTracker Bengali.










