Eden & Narendra Modi Stadium. ( Image Source: Twitter )
গত ১৯ নভেম্বর শেষ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছিল টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের প্রায় এক মাস পর ফাইনাল ও সেমিফাইনালের পিচের পয়েন্ট প্রকাশ করল আইসিসি। সেখানেই সেমিফাইনালের ইডেন গর্ডেন্স ও ফাইনালের পিচকে অ্ভারেজ তকমা দিল আইসিসি। ফাইনালের মঞ্চেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেমিফাইনালের মঞ্চে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপের পিচ নিয়ে নানান সময়ই নানা কথাবার্তা হয়েছিল।
অপেক্ষা ছিল ফাইনাল ও সেমিফাইনালের পিচের রেটিং প্রকাশ করার অপেক্ষা। সেখানেই ফাইনাল এবং সেমিফাইনালের পিচকে অ্যাভারেজ রেটিং দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইডেনের সেমিফাইনাল এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনাল, দুই জায়গাতেই এবার বড় রান হতে দেখা যায়নি। দুই মাঠেই লড়াই হয়েছিল লো স্কোরের। কয়েকদিন আগেই সেই দুই ম্যাচের রিপোর্ট জমা দিয়েছিলেন ম্যাচ রেফারিরারা। সেখানেই আইসিির তরফে রেটিং দেওয়া হয়েছে অ্যাভারেজ। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছে।
ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া
ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনালের ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। সেখানেই তিনি এই ম্যাচের পিচকে অ্যাভারেজ তকমা দিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে লো স্কোর নিয়েও লড়াই হয়েছিল হাড্ডহাড্ডি। সেই ম্যাচে মাত্র ২১৪ রনেই থেমে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শুরু থেকেই সেই ম্যাচে ছিল বোলারদের দাপট। কম রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপও বেশ সমস্যায় পড়ে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া।
ফাইনালের মঞ্চেও লড়াইটা কার্যত একইরকম ছিল। সেখানে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফট। ম্যাচ শেষে সেই পিচকেও অ্যাভারেজের তকমা দিয়েছিলেন ম্যাচ রেফারির। শুক্রবারই সেই সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিসি। সেখানে এই দুই পিচকেই অ্যাভারেজ তকমা দেওয়া হয়েছে আইসিসির তরফে। এই রেটিং নিয়েই এখন চলছে নানান হিসাব নিকাশ।
ফাইনালের মঞ্চেও বড় রান করতে পারেনি ভারতীয় দল। সেখানেও অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা চূড়ান্ত নাকাল হয়েছিলেন। কম স্কোরের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও যে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পেরেছে তা কিন্তু নয়। শুরুর দকে তারাও উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সেই ম্যাচ জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পেরেছিল অস্ট্রেলিয়া।
The post ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের পিচকে অ্যাভারেজ রেটিং আইসিসির appeared first on CricTracker Bengali.










