Shaheen Afridi. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)
৩১শে অক্টোবর, মঙ্গলবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩১ তম ম্যাচে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান এবং সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের প্রতিভাবান পেসার শাহীন আফ্রিদি। ওডিআই ক্রিকেটে দ্রুততম পেসার হিসেবে ১০০টি উইকেট নিলেন তিনি।
শাহীন আফ্রিদি তার ৫১ তম ম্যাচে এই মাইলফলকটি স্পর্শ করেছেন। তার আগে এই রেকর্ড অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের নামে ছিল। তিনি নিজের ৫২ তম ম্যাচে ১০০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন।
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসানকে আউট করার মাধ্যমে এই রেকর্ডটি করেন শাহীন আফ্রিদি। তিনি এই ম্যাচটিতে ইতিমধ্যেই ২টি উইকেট নিয়ে ফেলেছেন। তানজিদের পর নাজমুল হোসেন শান্তকে আউট করেন ২৩ বছর বয়সী এই পেসার। এই ম্যাচটিতে তিনি আর কোনো উইকেট নিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ ইতিমধ্যেই ৬টি উইকেট হারিয়ে ফেলেছে
বাংলাদেশ প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি। তানজিদ হাসান স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ৫ বল খেলেন এবং ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ বলে ৪ রান করে নিজের উইকেট হারান ২৫ বছর বয়সী এই ব্যাটার।
মুশফিকুর রহিম ৪ নম্বরে ব্যাট করতে আসেন। তিনিও ব্যাট হাতে ব্যর্থ হন। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার ৮ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর লিটন দাস এবং মাহমুদউল্লাহ মিলে বাংলাদেশের স্কোরবোর্ডকে ভালোভাবে এগিয়ে নিয়ে যান। তারা দুজনে মিলে পঞ্চম উইকেটে ৭৯ রান যোগ করেন। লিটন মাত্র ৫ রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। তিনি ৬৪ বলে ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার মারতে সক্ষম হন। মাহমুদউল্লাহ ৬টি চার এবং ১টি ছয় সহ ৭০ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তৌহিদ হৃদয় ৩ বলে ৭ রান করে আউট হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। শেষমেশ বাংলাদেশ স্কোরবোর্ডে কত রান তোলে সেটাই এখন দেখার বিষয়।
পাকিস্তানের প্ৰথম একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মির, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
বাংলাদেশের প্ৰথম একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩: ওডিআই ক্রিকেটে দ্রুততম পেসার হিসেবে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড করলেন শাহীন আফ্রিদি appeared first on CricTracker Bengali.










