Kuldeep Yadav. ( Image Source: Twitter )
ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় প্রথম দিন তেকেই কুলদীপ ম্যাজিক শুরু। আর তাতেই কার্।ত ধরাশায়ী হয়েছে ব্রিটিশ বাহিনী। এই সিরিজে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করে এসেছেন কুলদীপ যাদব। তবে ধরমশালায় যেন প্রথম দিনই বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন এই চায়নাম্যান বোলার। সেইসঙ্গেই টেস্ট ফর্ম্যাটে নতুন মাইলস্টোনও তৈরি করেছেন এই তারকা ক্রিকেটার। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারে পঞ্চাশ উইকেট নেওয়ার নজির গড়েছেন। সেইসঙ্গে এই ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ব্রিটিশ বাহিনীকে একাই শেষ করে দিয়েছেন তিনি। ইংল্যান্ডের টপ অর্ডারকে ধসানোর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি।
টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে তাদের। ধরমশালায় জিততে মরিয়া হয়ে রয়েছে ইংল্যান্ড। সেই লক্ষ্যে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। শুরুটা করেছিলও ভালভাবেই। কিন্তু কুলদীপ যাদবের স্পিনের আক্রমণ একবার শুরু হতেই তাদের সমস্ত স্ট্র্যাটেজি ভেস্তে গিয়েছে। বেন ডাকেটকে নিয়ে এদিন উইকেট নেওয়ার যাত্রাটা শুরু করেছিলেন কুলদীপ যাদব। সেই থেকেই ইংল্যান্ড ব্যাটারদের সামনে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
টেস্ট কেরিয়ারের চতুর্থবার পাঁচ উইকেট নিলেন কুলদীব যাদব
এই ম্যাচেও অলি পোপকে বেশীক্ষণ মাঠে থাকতে দেননি কুলদীপ যাদব। তিনি মাত্র ১১ রানেই সেই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। এরপরই মাঠে এসেছিলেন ইংল্যান্ডেক আরেক তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। অশ্বিনের পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে জনি বেসারস্টোও এদিন তাঁর কেরিয়ারের শততম টেস্টের মঞ্চে নেমেছিলেন। কিন্তু সেখানে বিশেষ কিছু করে দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে এদিন একাই কার্যত চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন জ্যাক ক্রলি। অবশেষে তাঁকেও এদিন থামতেই হয় ভারতের চায়নাম্যান স্পিনারের সামনে।
Kuldeep has 𝙩𝙪𝙧𝙣𝙚𝙙 the game & how 😍🤌#OneFamily #MumbaiIndians #INDvENGpic.twitter.com/phf7nz9Dig
— Mumbai Indians (@mipaltan) March 7, 2024
THAT KULDEEP YADAV DELIVERY TO FOX ZAK CRAWLEY TURNED 10.9°…!!! 🤯🔥 pic.twitter.com/PlBscglpiz
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 7, 2024
🚨 Milestone Alert 🚨
5⃣0⃣ Test wickets (and counting)! 👌 👌
Congratulations, Kuldeep Yadav! 👏 👏
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @imkuldeep18 | @IDFCFIRSTBank pic.twitter.com/SaY25I2E8b
— BCCI (@BCCI) March 7, 2024
POV: All of us whenever Kuldeep disturbs the |/.#INDvENGpic.twitter.com/Ngg2oZ3Vkv pic.twitter.com/RnrzxqogNc
— Punjab Kings (@PunjabKingsIPL) March 7, 2024
A lovely moment in Dharmasala.
– Kuldeep took the ball from the umpire after the innings and gave it to Ashwin then Ashwin gave it back to Kuldeep and then again Ashwin gave back to Kuldeep to take India off the field. 👏 pic.twitter.com/vn2WESAN4x
— Johns. (@CricCrazyJohns) March 7, 2024
For all the intense video analysis and tools available, it is amazing how difficult it still seems to be to pick a spinner out of his hand. Nobody has picked Kuldeep today
— Harsha Bhogle (@bhogleharsha) March 7, 2024
FIVE WICKET HAUL BY KULDEEP YADAV…!!!! 🇮🇳 pic.twitter.com/jhffNUOlSp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 7, 2024
Whenever I saw him happy in field – I remember what Shane warne told him before that Sydney fifer – that he want to see him smiling and the rest will follow – Keep smiling Kuldeep bhai – He is watching you and surely enjoying
– Thanks for persistence skipper thanks for believing… pic.twitter.com/sbbzA5xsl2
— रोहित जुगलान Rohit Juglan (@rohitjuglan) March 7, 2024
😍 THE HERO! Kuldeep Yadav spun his magic against the English batters, picking an amazing 5-fer!
▶️ This is his 4th 5-wicket haul in Tests.
📷 Getty • #KuldeepYadav #INDvENG #INDvsENG #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/jdUGyA4B1k
— The Bharat Army (@thebharatarmy) March 7, 2024
তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় ইংল্যান্ডের রান ছিল ১৩৭। ৭৯ রানেই এই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। এরপর আর ইংল্যান্ডের কোনও ব্যাটারই মাঠে বেশীক্ষণ দাঁড়াতে পারেননি। কার্যত কুলদীপ যাদবের স্পিনের সামনে কারোরই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ওভার বোলিং করতে হয়েছে কুলদীপ যাদবকে। সেখানে মাত্র ৭২ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। সেইসঙ্গেই ইংল্যান্ডও শেষ ২১৮ রানে। কুলদীপের প্রশংসাই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে।
The post কুলদীপের পাঁচ উইকেট, ২১৮ রানেই শেষ ইংল্যান্ড appeared first on CricTracker Bengali.