Kuldeep Yadav & Ravichandran Ashwin. ( Image Source: Twitter )
ধরমশালায় প্রথম দিন থেকেই দাপট ভারতের। সেই দাপটের পিছনেই নেপথ্য কারিগড় হলেন কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। কার্যত ভারতের স্পিন আক্রমণের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ভারতের রান ১ উইকেটে ১৩৫। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে কেরিারের শততম টেস্টের মঞ্চে চার উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের।
টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে তাদের। ধরমশালায় জিততে মরিয়া হয়ে রয়েছে ইংল্যান্ড। সেই লক্ষ্যে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়ে বড় রানের প্রত্যাশায় ছিল ইংল্যান্ড। শুরুটা করেছিলও ভালভাবেই। কিন্তু কুলদীপ যাদবের স্পিনের আক্রমণ একবার শুরু হতেই তাদের সমস্ত স্ট্র্যাটেজি ভেস্তে গিয়েছে। বেন ডাকেটকে নিয়ে এদিন উইকেট নেওয়ার যাত্রাটা শুরু করেছিলেন কুলদীপ যাদব। সেই থেকেই ইংল্যান্ড ব্যাটারদের সামনে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি।
অশ্বিন এবং কুলদীপ মিলে এদিন ইংল্যান্ডের ৯ উইকেট তুলে নিয়েছেন
এই ম্যাচেও অলি পোপকে বেশীক্ষণ মাঠে থাকতে দেননি কুলদীপ যাদব। তিনি মাত্র ১১ রানেই সেই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। এরপরই মাঠে এসেছিলেন ইংল্যান্ডেক আরেক তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। অশ্বিনের পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে জনি বেসারস্টোও এদিন তাঁর কেরিয়ারের শততম টেস্টের মঞ্চে নেমেছিলেন। কিন্তু সেখানে বিশেষ কিছু করে দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে এদিন একাই কার্যত চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন জ্যাক ক্রলি। অবশেষে তাঁকেও এদিন থামতেই হয় ভারতের চায়নাম্যান স্পিনারের সামনে।
Life Update: Busy enjoying them having a ball 💥
A good start with the 🏏 helps us end the day with a bang 🔥#INDvENG pic.twitter.com/DFElvfVB5f
— Delhi Capitals (@DelhiCapitals) March 7, 2024
From one explosive opener to another 🤜🤛 🔥#INDvENG #RohitSharma #YashasviJaiswal pic.twitter.com/NwSOcPib10
— Punjab Kings (@PunjabKingsIPL) March 7, 2024
What a dominant day by Team India! 💪🏾 @imkuldeep18 and @ashwinravi99 showed their class backed by a strong start from our openers. Sure @ybj_19 would have loved to convert this into a big one. A dominant day overall🔥#IndvEng pic.twitter.com/v1YCFPgpey
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) March 7, 2024
Which is better ?
Comment#INDvENG | #RohitSharma pic.twitter.com/zrMV5AIjFP
— KrrishnaTweets (@KAakrosh) March 7, 2024
Rohit Sharma and the Neverending love story with pull shot ❤️#INDvENG#INDvsENGpic.twitter.com/tL0q9BWChq
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) March 7, 2024
FIFTY & counting for Captain Rohit Sharma 😎👏#TeamIndia move to 122/1 after 25 overs.
Follow the match ▶️ https://t.co/OwZ4YNtCbQ#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank | @ImRo45 pic.twitter.com/zEUU29w1EX
— BCCI (@BCCI) March 7, 2024
What a brilliant half century by Rohit Sharma, Captain is leading from the front. 🇮🇳#INDvENG pic.twitter.com/UzIhrJ6pm0
— 𝐂𝐡𝐚𝐢𝐭𝐡𝐮 🇮🇳 (@ChaitRo45) March 7, 2024
🥹 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐃𝐀𝐘!
👏 The bond between this team is unmatchable. #INDvENG #INDvsENG #BharatArmy #COTI🇮🇳
pic.twitter.com/Xjj3Cp0a63
— The Bharat Army (@thebharatarmy) March 7, 2024
কুলদীপ যাদবের পাশাপাশি ইংল্যান্ডের চারজন ব্যাটারকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টম হার্টলে থেকে মার্ক উডদের সাদঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন রবিচনব্দ্রন অশ্বিন। সেইসঙ্গেই ইংল্যান্ডের কম রানের লক্ষ্যটাও বেঁধে দিয়েছিলেন তারা। কুলদীপ এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনে মিলে পেয়েছেন ৯টি উইকেট। আর তাতেই য়ে ভারত অনেকটা ফ্রন্টফুটে এগিয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ড এই পিচে সেভাবে ব্যাটিং করতে না পারলেও, ভারতীয় ব্যাটাররা শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেনি। সেখানেই ৫৭ রানের ইনিংস খেলে ১০০০ রানের মাইলল্টোন তৈরি করেছেন যশস্বী জয়সওয়াল। দিনের শেষে ৫২ রানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। সঙ্গে রয়েছেন শুভমন গিলও।
The post কুলদীপ-অশ্বিনের দাপটে প্রথম থেকেই ফ্রন্টফুটে ভারত appeared first on CricTracker Bengali.