Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই ভারতীয় শিবিরে বিরাট ধাক্কাটা লেগেছে। ছিটকে গিয়েছেন ভাকতীয় দলের তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও সেই সময় হার্দিকের চোট গুরুতর নয় বলেই জানানো হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। সেমিফাইনারে আগে তাঁর ভারতীয় দলে ফেরার কথাও শোনাযাচ্ছিল। কিন্তু হঠাত্ই বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্রটা। বিশ্বকাপ থেকে এবারের মতো ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। সেটা যে ভারতীয় শিবিরে খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। কিন্তু হঠাত্ হার্দিক পান্ডিয়ার এমন ছিটকে যাওয়ার ঘটনা যে সকলকেই বেশ চিন্তায় রাখছে তা বলাই বাহুল্য। কিন্তু এমনটা কেন হল সেটা নিয়েই প্রশ্ন উঠতে চলেছে ক্রিকেট মহলে। একসময় যে ক্রিকেটারের সুস্থ হয়ে মাঠে ফেরার কথা শোনাযাচ্ছিল। সেই তারকা ক্রিকেটারের হঠাত্ ছিটকে যাওয়ার ঘটনা সকলের মনে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট। সেই প্রসঙ্গেই এবার বোর্ড সূত্রে আসল কারণ জানানো হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া
কেন হার্দিক পান্ডিয়ার সুস্থ হয়ে ওঠার কথা শোনার পরও শেষপর্যন্ত তিনি ছিটকে গিয়েছেন, সেই কথাই এবার প্রকাশ্যে এসেছে সকলে। তাদের মতে মতে হার্দিক পান্ডিয়ার এই চোট খুব একটা গুরুতর নয়। এমনকী সেখানে অস্ত্রোপচারেরও কোনও সম্ভাবনা নেই। কিন্তু বাঁ পায়ের গোড়ালীতে যে সমস্যা হয়েছে, তা ইঞ্জেকশনের মাধ্যমে ঠিক করা নাকি একেবারেই সম্ভব নয়। আর সেই কারণেই কোনওরকম ঝুঁকি নিতে যে বোর্ড চায়নি তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে বোর্ড সূত্রে হিন্দুস্তান টাইমসে জানানো হয়েছে, “আগেই এমনটা বলা হয়েছিল যে হার্দজিক পান্ডিয়ার কোনোরকম বড়সড় চোট হয়নি এবং সেখানে অস্ত্রোপচারের প্রয়োজনও নেই। এমনকী তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। সেখানেই হঠাত্ করে তাঁর বাঁ পায়ের গোড়ালী হাল্কা ফুলে উঠেছে। আর সেই কারণেই বোলিং করার জন্য সম্পূর্ণ ফিট নন হার্দিক পান্ডিয়া। এমন চোট নয় এটা যেখানে এই চোট ইঞ্জেকশনের মাধ্যমে ঠিক করে ফেলা যাবে। আর সেই সমস্যার জেরেই তিনি সেভাবে স্কীল ট্রেনিংও করতে পারেননি”।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে অবশ্য ভারতীয় দলের বিজয়রথ থামেনি। সেই জায়গায় এবার ভারতীয় দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা।
The post কেন ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া? জেনে নিন appeared first on CricTracker Bengali.










