তাঁকে নিয়ে উন্মাদনার ঢেউ গোটা ক্রিকেটবিশ্বে। সেঞ্চুরিয়ানও তাঁর ব্যতিক্রম নয়। বুধবার সেই ঢেউ আছড়ে পড়লো সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কেও। তিনি বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটের এইমুহূর্তের সবচেয়ে বড়ো তারকা। সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ফলোয়ার ও লক্ষ ভিউজ। সেই বিরাট কোহলিকে ঘিরেই দক্ষিণ আফ্রিকায় ম্যাচ শুরুর প্রথম দিন থেকেই ছিল উন্মাদনা তুঙ্গে। বুধবার সকালে ম্যাচ শুরুর আগে বিরাট কোহলির কাছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি নিয়ে চলে আসে এক খুদে ভক্ত। স্বাভাবিকভাবেই তাকে নিরাশ করেনি তারকা ব্যাটসম্যান। আবদারের সাথে সাথেই জার্সির উপরে সই করে দেন। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
ভিডিওটিতে দেখা যায় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস এর সঙ্গে এক ক্ষুদে ভক্ত আরসিবির একটি জার্সি নিয়ে চলে আসে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে। ক্ষুদে ভক্তর হাত থেকে কলম তুলে নেন কোহলি। জার্সিতে সই দিয়ে আবদার মেটান। পরবর্তীতে সেই বাচ্চাটিকে কাছে টেনে নিয়ে ছবিও তোলেন কোহলি। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে হারের পর আবার লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে কিং কোহলির। প্রথম ইনিংসে যথেষ্ট ছন্দেই দেখা গেছে ভারতের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান কোহলিকে। তাঁর ব্যাট থেকে আসে মহা মূল্যবান ৩৮টি রান। তবে তিনি এদিন সেঞ্চুরিয়ানের ময়দানে ফের সংবাদ শিরোনামে চলে আসেন অন্য এক কারণে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট জুটিকে যখন প্রায় অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, সেই সময়ই লক্ষ্য করা যায় কোহলির হাতের জাদু। তার হাতের ছোঁয়ায় হঠাৎই পাল্টে যায় ম্যাচের আবহ।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৮ তম ওভারে বল হাতে আগুন ঝরাচ্ছিলেন মহম্মদ সিরাজ। শেষ বলের আগে কোহলি গিয়ে স্ট্রাইকিং প্রান্তের উইকেটের বেল বদলে দেন। ঠিক তার পরের ওভারেই অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন অন্যতম ভরসাযোগ্য বোলার যশপ্রীত বুমরাহর হাতে। তখনই দেখা যায় যে শেষ বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান টোনি ডি জর্জি। পরে আগুনে বোলিং করে বুমরা আবারও ফেরান কিগান পিটারসেনকে।
যে দৃশ্য দেখার পরবর্তীতে ধারাভাষ্যকাররা মন্তব্য করতে শুরু করেন, চলতি বছরের অ্যাসেজ সিরিজে ওভাল টেস্টে ইংল্যান্ডের অন্যতম ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের স্মৃতি কি ফিরিয়ে আনছেন বিরাট?
ওভাল টেস্টের আগেই এমনভাবে উইকেটের বেল পাল্টে দিয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিলেন ব্রড। জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ড শেষ রক্ষা করতে অসমর্থ হচ্ছিলো বারবার। সেই সময় ব্রড এই ভাবেই উইকেটের বেল পাল্টে টেস্টে ইংল্যান্ডকে জিততে সাহায্য করেছিল।
The post খুদে ভক্তের আবদার মেটালেন কোহলি appeared first on CricTracker Bengali.