Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)
সরাসরি না বললেও ঘরের মাঠেই যে কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন, সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন বিশ্বকাপের নামার আগে। কয়েকদিন আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তাঁর ফেরার কোনও সম্ভাবনা তিল না। কিন্তু এই অস্ট্রেলিয়া সিরিজের পরই বদলে গিয়েছে সমস্তহিসাব নিকাশ। ভারতীয় দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্স বিশ্বকাপের মঞ্চেও যে তিনি দেখাতে পারবেন সেই ব্যপারেই আশাবাদী সকলে। সেই বিশ্বকাপের ম়্চে নামার আগেই অশ্বিনেপ মুখে এই বিরাট বার্তা।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বারতীয় দলের ওডিআই ফর্ম্যাটের দলে ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সময় তেকেই রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে ফেরানোর নিয়ে একটা পরিকল্পনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রস্তুত হয়ে গিয়েছিল তা এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ২৮ অক্টোবর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের একটা সুযোগ ছিল। বিষ্বকাপের আগে যে সেটাই ভারতীয় দল কাজে লাগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই অক্ষর পটেলের পরিবর্তে ভারতীয় দলে এসেছেন রবিচব্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দীর্ঘদিন পর দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে এক উইকেট তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তাঁর স্পিনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন অজি ব্যাটাররা। বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারতীয় দলের এই মহূর্তে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের তকরমা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের গায়ে। শেষপর্যন্ত সেই দক্ষতা দেখিয়ে বারকতকে সাফল্যের দিকে তিনি এগিয় দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “যদি পাঁচ মাস আগে আমার বিশ্বকাপেরদলে সুযোগ পাওয়া নিয়ে প্রস্ন করা হত তবে আমি বলতাম যে মজা করা হচ্ছে। জীবন সবসময়ই একটা সাপ্রাইজে ভরা থাকে। সেখানেই আমার ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে ভরসা রেখেছে আমি তাতেই আপ্লুত। বকে দুই দিকথেকেই চার্ন করানোক চেষ্টা করা এবএমন ধরণের প্রতিযোগিতায় চাপের সামনে খেলা। চাপ সবসময়ইএকতটাবড় বিষয় প্রত্যেককেইএই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। এই খেলাটা উপভোগ করাটাই এখন প্রধান বিষয়। আমি বলতেই পারি যে এটাই হয়ত ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ”।
The post ঘরের মাঠেই দেশের জার্সিতে শেষ বিশ্বকাপ খেলার বার্তা রবিচন্দ্রন অশ্বিনের appeared first on CricTracker Bengali.