Lockie Ferguson. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)
বৃহস্পতিবার বাংলদেশের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের আগে শেষ ওডিআই সিরিজে নামছে নিউ জিল্যা্ন্ড। ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়ে নিজেদেপ আত্মবিশ্বাসটাই বাড়িয়ে নিতে চাইছেন নউ জিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা এখন থেকেই বুঝতে পারছেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকি ফার্গুসন। বাংলাদেশের ঘরের মাঠে তাদের বিরুদ্দে লড়াইটা যে অত্যন্ত কঠিন হতে চলেছে তা ম্যাচে নামার আগেই বুঝে গিয়েছেন লোকি ফার্গুসন। সেই কথা বলতেও দ্বিধা করেননি তিনি।
কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচের সিরিজে নেমেছিল নিউ জিল্যান্ড। কিন্তু সেখানে সাফল্য় অধরাই রয়ে গিয়েছে তাদের। চার ম্যাচের ওডিআই সিরিজে মাত্র একটি ম্যাচই জিততে পেরেছিল নিউ জিল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে নিউ জিল্যান্ড ব্রিগেড। অন্যদিকে বাংলাদেশও ঘরের মাঠে জিততে মরিয়া । এবারের এসিয়া কাপে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশও। তারাও যে ঘরের মাঠে জিততে চাইবে সেটাই স্বাভাবিক।
ইংল্যান্ডের কাছে ১-৩-এ ওডিআই সিরিজ হেরেছিল নিউ জিল্যান্ড
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অবশ্য নিউ জিল্যান্ড শিবিরের তারকা পেসাররা নেই। ইংল্যান্ডের বিরুদ্ধেই চোট পেয়েছিলেন টিম সাউদি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে নেই এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে চোটের জন্য খেলতে পারবেন না ম্যাট হেনরি। সেটা যে নিউ জিল্যান্ড শিবিরের চিন্তা খানিকটা হলেও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচে তাদের দলে রয়েছেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দুই ম্যাচ খেলে আটটি উইকেট তুলে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে লোকি ফার্গুসন জানিয়েছেন, “তাদের ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালীদল তা আমরা ভালভাবেই জানি। সেজন্য তাদের বিরুদ্ধে যে এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। এখানে এই প্রথমবার খেলতে নামছি আমি। এখানে অনেককিছুই আমি শিখতে পারবে তা বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের দলের ছেলেরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন এবং খেলার জন্য মরিয়া হয়ে রয়েছেন”।
এবারের এশিয়া কাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র একটি ম্যাচই জিততে পেরেছিল বাংলাদেশ ব্রিগেড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লিটন দাসের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post ঘরের মাঠে বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, মনে করছেন লোকি ফার্গুসন appeared first on CricTracker Bengali.