Shreyas Iyer. (Photo Source: Pankaj Nangia/Getty Images)yas
চলতি বিশ্বকাপের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে ফর্মে ফিরতে মরিয়ে হয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেভাবেই মুম্বইয়ে নিজের প্রস্তুতি চালাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার। অবশেষে সাফল্য পেয়েছেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে বিরাট এক রেকর্ডও গড়লেন তিনি। চলতি বিশ্বকাপের মঞ্চে দীর্ঘতম ছয় হাঁকানোর রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। এদিন কাসুন রজিথার বিরুদ্ধে ১০৬ মিটারের দীর্ঘ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এই তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন মাঠে আসার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শ্রেয়স আইয়ার। প্রতিপক্ষ শিবিরের তারকা বোলারদের কার্যত তাঁর সামনে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি শ্রেয়স আইয়ার। মাঠে আসার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন এই তারকা ক্রিকেটার। আক্ষেপ শুধু একটাই। ১৮ রানের জন্য সেঞ্চু হাতছাড়া করতে হয়েছে এই তারকা ক্রিকেটারকেও। সেই মঞ্চে দাঁড়িয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের মঞ্চে সবচেয় বড় ছয় হাঁকালেন শ্রেয়স আইয়ারষ ১০৬ মিটারের ছয় হাঁকিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৬ মিটারের বিরাট ছয় হাঁকিয়েছেন শ্রেয়স আইয়ার
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে শুভমন গিল যখন আউট হন সেই সময় ভারতের রান ছিল ১৯৩। সেই পরিস্থিতিতেই মাঠে এসেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি অবশ্য বেশীক্ষণ ছিলেন না মাঠে। সেই জায়গা থেকে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে খেলা শুরু করেছিলেন শ্রেয়স আইয়ার। আর তাতেই কার্যত শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বড় রাবের রাস্তাটা পাকা হয়ে গিয়েছিল। সেই সময়ই ম্যাচের ৩৬ তম ওভারে সেরা এবারের বিশ্বকাপের অন্যতম রেকর্ডটা গড়েছিলেন শ্রেয়স আইয়ার। কাসুন রজিথার বিরুদ্ধে ওভারেই সেই রেকর্ড গড়েছিলেন তিনি।
Star India batter Shreyas Iyer hit the longest six of the ICC Cricket World Cup 2023.#INDvSL #CricketTwitter https://t.co/G0jV0EMyOO
— CricTracker (@Cricketracker) November 2, 2023
কাসুন রজিথার বিরুদ্ধে ম্যঠাচের ৩৬ নম্বর ওভারে ১০৬ মিটারের দীর্ঘ ছয় হাঁকিয়েছিলেন শ্রেয়স আইয়ার। চলতি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত এত বড় ছয় কোনও ক্রিকেটারই হাঁকাননি। শুধুমাত্র ওহবার বাউন্ডারি নয়, শ্রেয়স আইয়ারের ব্যাটে এদিন ছিল বাউন্ডারিরও বন্যা। আর সেই পারফরম্যান্সেই প্রতিপক্ষ বোলারদের বিধ্বস্ত করেছিলেন শ্রেয়স আইয়ার। চলতি বিশ্বকাপে এই শটকেই এখন সকলে সেরা বলছেন।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৬ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় ও ৬টি ছয় দিয়ে। সেখানেই তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪৬.৪৩।
The post চলতি বিশ্বকাপে ১০৬ মিটারের ছয় হাঁকিয়ে রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.










