Dushmantha Chameera. (Photo Source: Twitter)
এশিয়া কাপের সময় যতই এগিয়ে আসছে ততই যেন চিন্তা বাড়চে শ্রীলঙ্কা শিবিরে। ওয়ানিন্দু হাসারঙ্গার পর এবার এশিয়া কাপে অনিশ্চিত শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দুশমন্ত চামিরা। কাঁধের পেশীতে গুরুতর চোট রয়েছে এই তারকা ক্রিতেটারের। আর তাতেই শ্রীলঙ্কা ক্রিকেট টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। এই মুহূর্তে শ্রীলঙ্কা শিবিরে সবচেয়ে অভিজ্ঞ পেসার হলেন দুশমন্ত চামিরা। কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার সময়ই কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। আর সেই চোটই এ্খন শ্রীলঙ্কাকে এসিয়া কাপে নামার আগে চিন্তায় রাখছে।
গতবারের এশিয়াকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। যদিও সেবার টি টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল এশিয়া কাপ। এবার অবশ্য বিশ্বকাপের কথা মাথায় রেখে ওডিআই ফরম্যাটে হচ্ছে এশিয়া কাপ। সেই মঞ্চে নামার আগেই চিন্তায় রয়েছে শ্রীলঙ্কা শিবির। একের পর এক তারকা ক্রিকেটারদের মাঠের বাঅরে চলে যাওয়াটা তাদের চিন্তা ক্রমশই বাড়িয়ে দিচ্ছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। দুসমন্ত চামিরা খেলতে না পারলে যে শ্রীলঙ্কা শিবির বেশ সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ওডিআই ক্রিকেটে ৪৪ ম্যাচে ৫০টি উইকেট রয়েছে দুশমন্ত চামিরার
বিশ্বকাপের যোগ্যতা নির্ণঁয় পর্বের সময়ই চোট পেয়েছিলেন দুশমন্ত চামিরা। যদিও সেই চোট কাটিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে ফিরেছিলেন েই তারকা ক্রিকেটার। কিন্তু সেই লঙ্কা প্রিমিয়ার লিগেই এই দুশমন্ত চামিরাকে খেলানো নিয়ে দেখা দিয়েছে সমস্যা। সেই প্রতিযোগিতাতেই কাঁধের পেশীতে গুরুতর চোট পেয়েছেন তিনি। সামনেই রয়েছে এসিয়া কাপ। আগামী ৩০ অগস্ট থেকে সুরু হতে চলেছে এবারের এসিয়া কাপ। তার আগে এই তারকা ক্রিকেটার সেরে উঠতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। সেই নিয়েই সুরু হয়ে হয়েছে নানান গুঞ্জন।
এই মহূর্তে শ্রীলঙ্কার ওডিআই ফর্ম্যাটে সেরা ফর্মের মধ্যে রয়েছেন এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৪৪টি ওডিআই ম্যাচ খেলেছেন দুশমন্ত চামিরা। সেখনেই ৫০টি উইকেটও রয়েছে তাঁর। সেইসঙ্গে তাঁর বাউন্স এবং গতি দিয়ে যেকোনও ব্যাটারদেরই সমস্যায় ফেলার দক্ষতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। তাঁকে না পেলে যে শ্রীলঙ্কা শিবির চিন্তায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়ে কার্যত এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন আরেক তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। এবার যদি দুশমন্ত চামিরাও ছিটকে যান শ্রীলঙ্কা যে বড়সড় সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
The post চোটের কারণে এশিয়া কাপে অনিশ্চিত শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা appeared first on CricTracker Bengali.