জন্মদিনে বিরাট কোহলির উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা যুবরাজ সিংয়ের

নভে. 5, 2023

Spread the love

Virat Kohli. ( Photo Source: X(Twitter)

রবিবার বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে যেমন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তেমনই ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়েও গোটা শহর জুড়ে উন্মাদনার পারদ চড়ছে। জন্মিদেনর মঞ্চেই ইডেন গার্ডেন্সে নামতে চলেছেন বিরাট কোহলি। বিরাটের জন্মদিন ঘিরে ভারতীয় ক্রিুকেট মহল জুড়ে চলছে নানান হৈচৈ। সেই উপলক্ষ্যেই এবার বিাট কোহলির উদ্দেশ্যে আবাগতাড়িত বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদেধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষ ম্যাচেও ৮৮ রানেপ ইনিংস খেলেছিলেন তিনি। যদিও গোটা ভারতীয় তথা ক্রিকেট মহল এঅই মুহূর্তে বিরাট কোহলিকে নিয়ে অন্য স্বপ্নই দেখছেন। ইডেন গার্ডেন্সে জদন্মদিনের ম়্চে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরী পারফরম্যান্স দেখা্র অপেক্ষাতেই রয়েছেন সকলে। এই মুহূর্তে বিরাট কোহলির ব্যাট থেকে ৪৯ তম ওডিআই সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন গোটা ভারতবাসী।

চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ইডেন গার্ডেন্স কানায় কানায় ভর্তি থাকতে চলেছে। সেখানে সকলের নজর যে বিরাট কোহলির দিকে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই বিরাট কোহলি নামার আগে তাঁর উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। ২০১১ সালের বিশ্বকাপে দুই ক্রিকেটার খেলেছিলেন। সেই বিশ্বকাপ ভারতীয় দল জিতেছিল। বিরাট কোহলির উথ্থানও সেই মঞ্চ থেকেই। এই তরাকা ক্রিকেটারের সঙ্গে খেলার সেই অভিজ্ঞতার পাশাপাশি, প্রথম দিন থেকেই বিরাট কোহলির সেরা পারফর্ম্যান্সের জন্য কতটা উদগ্রীব ছিল সেই কথাও জানালেন যুবরাজ সিং।

When you joined the team as a youngster who was eager for opportunities and hungry to perform, it was clear to everyone that you were destined for greatness. You’ve not only made a mark for yourself but have also inspired countless others to strive for excellence.  
 
As you… pic.twitter.com/2FXP5GqH9q

— Yuvraj Singh (@YUVSTRONG12) November 5, 2023

এই প্রসঙ্গে যুবরাজ জানিয়েছেন, “যখন একজন তরুণ ক্রিকেটার হিসাবে তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় দলে, সেই সময়ই বোঝা গিয়েছিল যে রান পাওয়ার জন্য এবং ভাল পারফরম্যান্সের জন্য কতটা উদগ্রীব হয়ে রয়েছেন। সেই সময়ই সকলের কাছে সমস্তটা পরিস্কার হয়ে গিয়েছিল যে বড় লক্ষ্যে পৌঁছনোর জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন। শুধু নিজের খেলার ছাপও ফেলেননি , বহু উড়তি ক্রিকেটারদের কাছে বিরাট কোহলি এখন একজন অনুপ্রেরণাও”।

এবারের বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। শেষ ম্যাচে মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। এবার ইডেন গার্ডেন্সে নামবেন তিনি। সেখানেই বিরাট কোহলির ব্যাট থেকে ৪৯ তম সেঞ্চুরী দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।

The post জন্মদিনে বিরাট কোহলির উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা যুবরাজ সিংয়ের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador