Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। টেস্ট সিরিজ দিয়েই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফর রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে টেস্টের পাশাপাসি ওডিআই ও টি টোয়েন্টি সিরিজও খেলবে ভারতীয় দল। যদিও সেই টি টোয়েন্টি সিরিদজের দজলে রাখা হয়নি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তরুণ ব্রিগেডকেই এই সিরিজের বিশেষ নজর দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত নিয়েই খুব একটা খুশি নন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এখনও বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে টি টোয়েন্টি খেলার দক্ষতা সম্পূর্ম রয়েছে।
গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে একটা নতুন আলোচনাা শুরু হয়েছিল। টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে রোহিত সর্মা ও বিরাট কোহলিকে সরিয়ে তরুণ ক্রিকেটারদেরই এগিয়ে দেওয়ার পরামর্স দিতে শুরু করেছিলেন সকলে। যদি্ও সেই আলোচনার সঙ্গে একেবারেই সহমত নন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরকভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এখনও বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে টি টোয়েন্টি খেলার সমস্ত রসদ মজুত রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে
সেখানেই সদস্য শেষ হওয়া আইপিএলের মঞ্চে বিরাট কোহলির পারফরম্যান্স উদাহরণও দিয়েছেন তিনি। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, শেষ দুই ম্যাচে পরপর সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে ফর্মে থাকা সেরা ক্রিকেটারদেরই সবসময় দলে নেওয়া উচিত্। সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুই ক্রিকেটারকেই রাখার বার্তা কার্যত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “নিজের সেরা ক্রিকেটারদের দলে বেছে নাও। তারা কারা সেটা কোনও প্রশ্নই নয়। ামার মনে এখনও বিরাট কোহলি ও রোহিত শর্মার টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের জায়গা রয়েছে। সেজন্ই আমি একটাজিনিস বুজতে পারিনা যে কেন রোহিত শর্মা ও বিরকাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। এবারের আইপিএলে দুরন্ত পর্মে ছিলেন বিরাট কোহলি। এই দুজন ক্রিকেটারেরই টি টোয়েন্টিতে এখনও জায়গা রয়েছে”।
এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দলয যদিও সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের সঙ্গে যে সৌরভ গঙ্গোপাধ্যায় একেবারেই সহমত নয়, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি।
The post টি২০ ফর্ম্যাটে এখনও বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রয়োজন রয়েছে, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের appeared first on CricTracker Bengali.