India vs Australia. ( Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images )
ওডিআই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। সেখানকার ফলাফল ভুলে এবার সামনে এগিয়ে যাওয়ার পালা ভারতীয় দলের সামনে। আক সাত মাস পরই ভারতীয় দলের সামনে রয়েছে আরেকটা চ্যালেঞ্জ। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর থেকে আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই মঞ্চে সফল হয়ে এই হারের জ্বালা ভারতীয় দলের ক্রিকেটাররা মেটাতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে সেই প্রতিযোগিতায় নামার আগেও কিন্তু ভারতীয় দলের সামনে প্রস্তুতির সময় খুব একটা বেশী নেই।
আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে ভারতের দল গোছানোর জন্য সময় মাত্র ১১টি ম্যাচ। এখন অবশ্য হাতে আর ১০টি ম্যাচই রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দল নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের মঞ্চে। যদিও একানে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জয় দিয়েই সিরিজে যাত্রা শুরু করেছে তারা। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
আগামী বছরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে ভারতীয় দল। সেখানে নামার আগে ই সিরিজ গুলোই যে ভারতীয় দলের কাছে নিজেদের প্রসিতুতির প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। নচুন ক্রিকেটারদের দিয়েই সাজানো হয়েছে এই সিরিজের দল। এখান থেকেই বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নেবেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না।
সেই প্রস্তুতির জন্য এখন ভারতীয় দলের সামনে রয়েছে আর মাত্র ১০টি ম্যাচ। যদিও নতুন বছঠর পড়লে সেখানে অন্য কোনও সিরিজ যুক্ত হবে কিনা সেই বিষয়ে বোর্ডের তরফে এখনই সেভাবে কোনও ইঙ্গিত নেই। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের প্রস্তুত হওয়ার জন্য খুব একটা বেশী সময় নেই তা বলাই বাহুল্য। দেখে নেওয়া যাক ভারতীয় দলের সামনের টি টোয়েন্টি সিরিজ গুলো।
ভারতের টি টোয়েন্টি সিরিজ
ভারত বনাম অস্ট্রেলিয়া – ৫টি টি টোয়েন্টি ম্যাচ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ৩টি টি টোয়েন্টি ম্যাচ
ভারত বনাম আফগানিস্তান – ৩টি টি টোয়েন্টি ম্যাচ
The post টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতের হাতে সময় ১১ টি টোয়েন্টি ম্যাচ appeared first on CricTracker Bengali.










