Virat Kohli. ( Photo Source: Darrian Traynor – ICC/ICC via Getty Images )
এবারের ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই বিরাটের মুকুটেই এবার নতুন পালক। আইসিরসির তরফ থেকে এক বিশেষ উপহার পেলেন ভারতীয় দলের তারকা ক্রিকটার। বিরাট কোহলির শটই এবার আইসিসির নির্বাচনে শট অব দ্য সেঞ্চুরী। কয়েকদিন আগেই আইসিসির তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরীর পরই সেই পুরস্কার উঠল বিরাট কোহলির হাতে।
শেন ওয়ার্নের বল অব দ্য় সেঞ্চুরীর কথা সকলের জানা রয়েছে। কিন্তু শট অব দ্য সেঞ্চুরীর পুরস্কার এখনও পর্যন্ত কোনও ব্যাটার পাননি। সেই পুরস্কারই এবার পেলেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হারিস রওফের বিরুদ্ধে শেষ বলে বিরাট কোহলির হাঁকানো সেই ছয়ই এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিল। আইসিসির বিচারে সেই শটই এখন শট অব দ্য সেঞ্চুরী। সেই ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই সেই ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি
শেষ পর্যন্ত মাঠে থেকে সেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষ বলে হারিস রওফের বিরুদ্ধে সেই ওভার বাউন্ডারি হাঁকানো এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। কয়েকদিন আগে বিশ্বকাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরীর তালিকায় সচিন তেন্ডুলকরকে ছুঁয়েছেন বিরাট কোহলি। সেই মঞ্চেই বিরাট কোহলির হাতে আইসিসির তরফে এই বিশেষ পুরষ্কার। বিরাট কোহলির সেই ওভার বাউন্ডারি এখন শট অব দ্য সেঞ্চুরী। আর তাতেই যে সকলে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।
এবারের বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। একইসঙ্গে এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০ রানের গন্ডী টপকেছেন বিরাট কোহলি। একের পর এক ম্যাচে তাঁর অসাধারণ পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে। শেষম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরী মাতিয়েছিল ইডেন গার্ডেন্সকে।
সেই বিরাট কোহলির মুকুটই এবার উঠেছে নয়া মুকুট। ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে আইসিসি। সেখানেই বিরাট কোহলির সেই শটকে শট অব দ্য সেঞ্চুরীর মর্যাদা দিয়েছে আইসিসি। চলতি বিশ্বকাপের মঞ্চে আইসিসির এমন সিদ্ধান্ত যে সকলকে আপ্লুত করছে তা বলার অপেক্ষা রাখে না।
The post টি২০ বিশ্বকাপে হারিস রওফের বিরুদ্ধে বিরাট কোহলির শটকে “শট অব দ্য সেঞ্চুরী” আখ্যা আইসিসির appeared first on CricTracker Bengali.










