India Cricket Team. ( Photo Source: Pankaj Nangia/Getty Images )
অস্ট্রেলিয়ার পর এবার ভারতীয় দলের সামনে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছল টিম ইন্ডিয়া। সূর্যকুমা যাদবের নেতৃত্বে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামবে ভারতীয় দল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ জয় যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এদিন বৃষ্টি মাথায় নিয়েই ডারবানে পৌঁছল ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি দলের নেতৃত্ব রয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই সূর্যকুমার যাদবের ওপরই নেতৃত্বের ভার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিরুদ্ধেও তরুণ ব্রিগেডকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই দলে তরুণ ক্রিকেটারদের পাশাপেশি সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিজের মতো তারকা ক্রিকেটাররা। তবে এই সিরিজেও সকলের নজর রয়েছে রিুঙ্কু সিংয়ের দিকে।
এই সিরিজেও ভারতীয় টি২০ গলের অধিনায়ক সূর্যকুমার যাদব
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
South Africa bound ✈️🇿🇦#TeamIndia are here 👌👌#SAvIND pic.twitter.com/V2ES96GDw8
— BCCI (@BCCI) December 7, 2023
রিঙ্কু সিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন জীতেশ শর্মা, রবি বিষ্ণোইরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তারা সেই পারফরম্যান্স দেখাতে পারবেন বলে আশাবাদী সকলে। সেই লক্ষ্য বুধবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল।
সামনেই রয়েছে টি টোয়েন্টি সিরিজ। সেখানে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এই মুহূর্তে অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা দুরন্ত ফর্মে রয়েছেন। সেটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছেন সকলে। শেষপর্যন্ত সিরিজ জিততে পারে কিনা ভারতীয় শিবির সেটাই দেখার।
The post টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছল ভারতীয় দল appeared first on CricTracker Bengali.










