Ravi Bishnoi. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করার পর টি-২০ ক্রিকেটের জন্য বোলারদের তালিকায় প্ৰথম স্থান দখল করলেন প্রতিভাবান ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজটিতে তিনি ৫টি ম্যাচ খেলে ৯টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে, ভারত সিরিজটিতে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল।
বর্তমানে টি-২০ ক্রিকেটের জন্য ব্যাটারদের তালিকাতেও প্ৰথম স্থানে রয়েছেন একজন ভারতীয় খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচে খুব বেশি রান না পেলেও র্যাঙ্কিংয়ে প্ৰথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন সূর্যকুমার যাদব। এই সিরিজে তিনি ৫টি ম্যাচ খেলেছিলেন এবং ১৪৪ রান করেছিলেন। প্ৰথম ম্যাচটিতে তিনি ৪২ বলে ৮০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। এই সিরিজটিতে তার নেতৃত্বেই খেলেছিল ভারতীয় দল।
রবি বিষ্ণোইয়ের আগে র্যাঙ্কিংয়ে প্ৰথম স্থানে ছিলেন আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার রশিদ খান। গত সপ্তাহে র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে ছিলেন বিষ্ণোই। অস্ট্রেলিয়া সিরিজের পর পাঁচ ধাপ উপরে উঠে এসে রশিদ খানকে পিছনে ফেলে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলের এই তারকা স্পিনার।
গত সপ্তাহে রবি বিষ্ণোই যখন পাঁচ নম্বরে ছিলেন তখন তার পয়েন্ট ছিল ৬৬৪। অস্ট্রেলিয়া সিরিজে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করার মাধ্যমে আরও ৩৫ পয়েন্ট সংগ্রহ করেন ২৩ বছর বয়সী এই স্পিনার। বর্তমানে তার পয়েন্ট সংখ্যা হল ৬৯৯। অন্যদিকে, রশিদ খান ৬৯২ পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। সুতরাং, এই মুহূর্তে আফগানিস্তানের এই অভিজ্ঞ স্পিনারের থেকে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন বিষ্ণোই।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রবি বিষ্ণোইয়ের রেকর্ড খুবই ভালো
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রবি বিষ্ণোই এখনও পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছেন এবং ৩৪টি উইকেট শিকার করেছেন। এই ফরম্যাটে তার বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ১৭.৩৮ এবং ৭.১৫। তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/১৬।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এই প্রতিভাবান বোলারের রেকর্ড বেশ ভালো। আইপিএলে তিনি ৫২টি ম্যাচ খেলে ৫৩টি উইকেট নিয়েছেন। তিনি ২৭.৪২ গড় এবং ৭.৫৯ ইকোনমি রেটের সাথে এই সংখ্যক উইকেট নিয়েছেন। এই লিগে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/২৪। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তার নাম রয়েছে। এই সফরে তিনি প্ৰথম একাদশে খেলার সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post টি-২০ ক্রিকেটের জন্য বোলারদের র্যাঙ্কিংয়ে প্ৰথম স্থান দখল করলেন রবি বিষ্ণোই appeared first on CricTracker Bengali.










