David Miller. (Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)
আগামী ১০ ডিসেম্বর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। সেখানেই প্রোটিয়া শিবিরের তারকা ক্রিকেটার ডেভিড মিলারের সামনে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি। রোহিত শর্মার রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে েই তারকা ক্রিকেটার। তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে ৪২ রান করতে পারলেই সিরিজে রোহিত শর্মার সর্বোচ্চ রামের রেকর্ড ভেঙে দেবেন তিনি। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে রোহিত শর্মার।
এই মুহূর্তে টি টোয়েন্টিতে দেশের জার্সিতে ভারতীয় দলের বিরুদ্ধে ৩৭৯ রান রয়েছে ডেভিড মিলারের ঝুলিতে। রোহিত শর্মার থেকে একম্যাচ কম খেলেই এর রান রয়েছে ডেভিড মিলারের। রোহিত শর্মার রেকর্ড ভাঙার থেকে মাত্র ৪২ রান দূরে রয়েছেন এই তাকা ক্রিকেটার। সম্প্রতি ডেভিড মিলার যে ফর্মে রয়েছেন তাতে রোহিত শর্মার রেকর্ড তিনি ভেঙে দিলে যে খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই সিরিজে রোহিত শর্মাও নেই।
এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টিতে ৩৭৯ রান রয়েছে ডেভিড মিলারের
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচে রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ৪২০ রান। তিনি এখনও পর্যন্ত খেলছেন ১৬টি ইনিংস। তবে এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টি টোয়েন্টি সিরিজে ভাতীয় দলের হয়ে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ডেভিড মিলারের সামনে যে রোহিতের রেকর্ড ভাঙার এটাই সবচেয়ে বড় সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবে কার্যত নিজেকে প্রস্তুতও করছেন এই তারকা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত ফর্মে ছিলেন ডেভিড মিলার। তাঁর হাত ধরে বহু ম্যাচেই সাফল্য পেয়েছিল প্রোটিয়া শিবির। সেই পারফরম্যান্স এবার ভারতের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া রয়েছেন তিনি। ভারতীয় দলের বিরুদ্ধে ডেভিড মিলারের গড় রয়েছে ৪৭.৩৭ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৬১.৯৬। দক্ষিণ আফ্রিকা শিবিরের অন্যতম প্রধান শক্তি যে তিনি তাও বলার অপেক্ষা রাখে না।
আগামী রবিবার থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়ার পর এই সিরিজেও তরুণ ব্রিগেডের ওপরই ভরসা রাখছে ভারতীয় দল। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় টি টোয়েন্টি দল। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন দুই শিবির।
The post টি-২০ সিরিজে রোহিত শর্মার রেকর্ড ভাঙার হাতছানি ডেভিড মিলারের সামনে appeared first on CricTracker Bengali.










