MI vs RCB. (Photo Source: Twitter)
১৫ই মার্চ, শুক্রবার, ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর প্লেঅফের প্ৰথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মুম্বাই ইন্ডিয়ান্স আগের মরসুমের মতো এই মরসুমেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। তবে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা আরসিবির কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটিতে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ১৯ ওভারে ১০ উইকেটে মাত্র ১১৩ রান তুলতে সক্ষম হয়েছিল। আরসিবি দলের অভিজ্ঞ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরির দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সামনে মুম্বাইয়ের ব্যাটাররা ধরাশায়ী হয়। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এবং তার বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। সোফি মোলিনাক্স, সোফি ডিভাইন, আশা শোভনা এবং শ্রেয়াঙ্কা পাটিল ১টি করে উইকেট শিকার করেছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন সজীবন সাজানা। তিনি ২১ বল খেলে ৩০ রান করতে সক্ষম হয়েছিলেন। রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক স্মৃতি মান্ধানা ১৩ বলে মাত্র ১১ রান করে নিজের উইকেট হারান। আরেক ওপেনার সোফি মোলিনাক্স এবং সোফি ডিভাইন যথাক্রমে ৯ বলে ৯ রান এবং ২ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর, এলিস পেরি এবং রিচা ঘোষ মিলে ৭৬ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। তাদের এই পার্টনারশিপের হাত ধরেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পিচ কন্ডিশন
The post ডব্লুপিএল ২০২৪, প্লেঅফ, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.