ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

ডিসে. 9, 2023

Spread the love

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL)

গতবারের ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবারের ডব্লুপিওলেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই নেমেছিল তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্ব মুম্বই ইন্ডিয়ান্স শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। এবারেও সেই ধারাই বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা।  সেই লক্ষ্যেই ডব্লুপিএল নিলাম থেকে পাঁচজন ক্রিকেটারকে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই তাদের দলে ১কোটি ২০ লক্ষ টাকায় গেলেন দক্ষিণ আফ্রিকার সরা তারকা ক্রিকেটার শাবনিম ইসমাইল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।

১৩ জন ক্রিকেটারদের রেখে হবাকিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা ক্রিকেট দল। সেখানেই কার্যত পাঁচজন ক্রিকেটার নেওয়াপ সুযোগ ছিল তাদের। সেই কাজটা বেশ ভালভাবেই করেছে মুম্বই ইন্ডিয়ান্স। শাবনিম ইসমাইল ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এই নিলাম থেকে এসেছেন এস সঞ্জনা, অমনদীপ কৌর, কীর্থানা বালাকৃষ্ণান এবং ফাতিমা জাফর। আগামী মরসুমের জন্যও যে মুম্বই ইন্ডিয়ান্স বেশ শক্তিশালী দল তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। এবারও তাদের সাফল্যের অপেক্ষাতেই রয়েছেন সকলে।

হরমনপ্রীত কৌর, হেলি ম্যাথুজ এবং ন্যাট সাইভার ব্রান্টদের মতো তারকা ক্রিকেটাররা আগে থেকেই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। এবার সেই দলেই যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার আরেক তারকা ক্রিকেটার শিবনিম ইসমাইল। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে মুম্বই ইন্ডিয়ান্সে শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষার রাখে না। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ওডিআঈইয়ের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এই তারকা ক্রিকেটার এবং টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে চতুর্থ সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৩টি ম্যাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ১১২ টি ইনিংসে রয়েছে ১২৩টি উইকেট। শাবনিম ইসমাইলের ইকনমি রেট রয়েছে ৫.৭৭ এবং গড় রয়েছে ১৮.৬২।

২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স শিবির

অমনজোক্ কৌর – অল রাউন্ডার

অ্যামিবিয়া কার – অল রাউন্ডার

চোলে টাইরন – অল রাউন্ডার

হরমনপ্রীত কৌর – অল রাউন্ডার

হ্যালি ম্যাথুজ – অল রাউন্ডার

হামাইরা কাজি – অল রাউন্ডার

ইসাবেল ওং – অল রাউন্ডার

জিন্তিমনি কালিতা – অল রাউন্ডার

ন্যাট সাইভার – অল রাউন্ডার

পূজা বস্ত্রকার – অল রাউন্ডার

প্রিয়াঙ্কা বালা – ব্যাটার

সাইকা ঈশাক – বোলার

যস্তিকা ভাটিয়া – উইকেটকিপার

শাবনিম ইসমাইল – বোলার

এস সঞ্জনা – অল রাউন্ডার

অমনদীপ কৌর – অল রাউন্ডার

ফাতিমা জাফর – বোলার

কির্থানা বালাকৃষ্ণাণ – অল রাউন্ডার

The post ডব্লুপিএল ২০২৪ মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador