Ravindra Jadeja. ( Photo Source: R.SATISH BABU/AFP via Getty Images )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে শুরুটা বেশ ভালভাবেই করেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে কার্যত একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা তিন উইকেট ভারতীয় দলের কাজটা অনেকটাই সোজা করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই হরভজন সিংয়ের সঙ্গে এলিট তালিকায় নাম তুলেছেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় বোলার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হলেন রবীন্দ্র জাদেজা।
স্টিভ স্মিথের উইকেট নিয়েই এদিন যাত্রাটা শুরু করেছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর একে একে মার্নাস লাবুশানে এবং অ্যালেক্স ক্যারিকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরেই কার্যত ধসে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপ। এদিন মাত্র ২৮ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে স্টিভ স্মিথের উইকেট তুলে নেওয়াটাই যে এদিন ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল তাও বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা
ডেভিড ওয়ার্নার ফিরে গেলেও, স্টিভ স্মিথের ক্রিজে থাকাটা ভারতীয় দলকে একেবারেই স্বস্তি দিতে পারছিল না। স্টিভ স্মিথও ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। সেই পরিস্থিতিতেই রোহিত শর্মা তাঁর বোলিং লাইনআপের অন্যতম সেরা অস্ত্র রবীন্দ্র জাদেজাকে কাজে লাগান। আর তাতেই বাজিমাত হয়। অস্ট্রেলিয়ার রান যখন ১১০ সেই সময়ই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। রবীন্গ্র জাদেজার বোলিং ডেলিভারের কোনও জবাবই এদিন ছিল না স্টিভ স্মিথের সামনে। সেই পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন।
সেখানেই অবশ্য রবীন্দ্র জাদেজা থেমে থাকেননি। এরপর মার্নাস লাবুশানেকেও নিজের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার সাজঘরে ফিরেছিলেন ২৭ রানে। কিছুক্ষণের মধ্যে ফের অজি শিবিরে ধাক্কাটা দেন রবীন্দ্র জাদেজা। এবার তাঁর শিকার অ্যালেক্স ক্যারি। তাঁকে রানের খাতা খুলতেই দেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর তাতেই অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যটাই কার্যত ভেস্তে যায়।
বিশ্বকাপের মঞ্চে শুরুটা ভালভাবেই করেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ম্যাচে তাঁর ইকনমি রেট ২.৮। রেকর্ড গড়েই প্রথম ম্যাচ শুরু করলেন রবীন্দ্র জাদেজা। এবার শেষপর্যন্ত সেই ধারা গোটা বিশ্বকাপের মঞ্চে তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post তিন উইকেট নিয়ে হরভজন সিংয়ের সঙ্গে এলিট তালিকায় রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.










