Virat Kohli. ( Image Source: X/Twitter )
বৃহস্পতিবারই তাদের যাত্রার কথা শোনা গিয়েছিল। শুক্রবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের পর বেশ কয়েকদিনের দীর্ঘ বিশ্রামে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফিরতে চলেছেন বিরাট কোহলি। যদিও সেখানে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজে নেই বিরাট। একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই যাত্রা শুরু করবেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সঙ্গে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই গ়ড়েছেন একের পর এক রেকর্ড। যদিও ওডিআই বিশ্বকাপের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার কাছে শেষপর্যন্ত ৬ উইকেটে হেরেই সাজঘরে ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এরপর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচক সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এবার সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্টের মঞ্চে নামবেন বিরাট কোহলি।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি
শুক্রবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবার ভারতের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হাতছানি। সেখানেই এই সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। দুবাই হয়েই এবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন এই তারকা ক্রিকেটার।
Virat Kohli has left for South Africa.
Good luck for the Test series, King…!!!pic.twitter.com/XOixFnCjvI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 15, 2023
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। সেখানেই একের পর এক রেকর্ড ভেঙেছিলেন এই তারকা ক্রিকেটার। সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাচটে ৫০টি সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে অবশ্য রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দুজনকে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর একেবারে টেস্ট সিরিজেই দেখা যেতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। শুক্রবারই দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন এই দুই তারকা ক্রিকেটার। টেস্টের মঞ্চেও বিরাট কোহলি তাঁর ফর্ম দেখাতে পারেন কিনা সেটাই দেখার
The post দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা বিরাট কোহলির appeared first on CricTracker Bengali.










