Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ হওয়ার পর এখন দক্ষিণ আফ্রিকা সফরের দিকে মনোযোগ দিয়েছে ভারতীয় দল। সম্প্রতি, ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দলের পরিকল্পনার ব্যাপারে কথা বলেছেন। ভারত প্ৰথমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। এরপর তারা যথাক্রমে ওডিআই এবং টেস্ট সিরিজটি খেলবে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে হারের কথা ভুলে এখন অবশ্যই আগামী চ্যালেঞ্জগুলির দিকে মনোযোগ দিতে চাইবে ভারত। আগামী বছরে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। এখন থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতির দিকে নজর দিতে চাইবে ভারতীয় দল। সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে যে স্বপ্ন পূরণ হয়নি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ সেই স্বপ্ন অবশ্যই পূরণ করতে চাইবে ভারত।
১০ই ডিসেম্বর থেকে টি-২০ সিরিজটি শুরু হবে। এই সিরিজে প্রতিভাবান ব্যাটার সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে ভারত। অন্যদিকে, ওডিআই সিরিজে কেএল রাহুল অধিনায়কত্ব করবেন। টেস্ট সিরিজে রোহিত শর্মা কামব্যাক করবেন এবং তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) প্ৰথম দুটি সংস্করণে ভারতকে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এইবারের ডব্লুটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এই সফরে ভারত কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
“এটি ব্যাটিং করার জন্য একটি চ্যালেঞ্জিং জায়গা” – রাহুল দ্রাবিড়
স্টার স্পোর্টসে রাহুল দ্রাবিড় বলেন, “এটি ব্যাটিং করার জন্য একটি চ্যালেঞ্জিং জায়গা; পরিসংখ্যান আপনাকে তা বলে দেবে। এটি ব্যাট করার জন্য সবচেয়ে কঠিন জায়গাগুলির মধ্যে একটি, বিশেষ করে সেঞ্চুরিয়ন এবং জোহানেসবার্গের কন্ডিশন খুবই কঠিন।”
তিনি আরও বলেন, “এখানের উইকেটে কয়েকটি জিনিস হতে দেখা যায়। উইকেট কখনও আপনাকে সহজে করবে, কখনও আবার করবে না। ব্যাটারদের প্রত্যেকেরই একটি পরিকল্পনা থাকবে যে তারা কিভাবে খেলতে চায়, যতক্ষণ তারা এটি সম্পর্কে পরিষ্কার থাকে এবং তারা এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং সেই অনুযায়ী অনুশীলন করে, ততক্ষণ সব ঠিক থাকে। আমরা আশা করি না যে সবাই একইভাবে খেলবে। আমরা চাই যে তারা তাদের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার থাকুক এবং তারপরে আমরা আমাদের পরিকল্পনাগুলি কার্যকর করার চেষ্টা করব। ছেলেরা, যখন একবার তারা সেখানে চলে যায়, তখন মানসিকতার উপরও অনেককিছু নির্ভর করে, এবং আমি অনুমান করি, আপনারা জানেন, আমরা চেষ্টা করি এবং এই বিষয়টির উপর জোর দিই যে যদি আমরা সেট হওয়ার সুযোগ পাই তাহলে আমরা ম্যাচ জেতার দিকে মনোযোগ দেব।”
The post দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ভারতের পরিকল্পনার ব্যাপারে কথা বললেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.










