Ravichandran Ashwin. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
এশিয়া কাপের সঙ্গে বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। অনেকেই এবারের বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতী দলে রাখার কথা বলেছিলেন। যদিও নিরপ্বাতকরা রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে না রাখার রাস্তাতেই হেঁটেছেন। বিশ্বকাপের দলে সুয়োগ না পাওয়াৈটা অবশ্যই রবিচন্গ্রন অশ্বিনকে যে হতাশ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তাই বলে কোনওরকম আক্রোস কিন্তু নেই এই তারকা ক্রিকেটারের। ভারতীয় দলের যে সময়ই তাঁর প্রয়োজন পড়বে সেই সময়ই তাঁকে পাওয়া যাবে বলেই জানিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতী দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবিচনন্দ্রন অশ্বিন। বিশেষ করে এই বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম়্চে বর্ড়ার গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। রবীন্দ্র জাদেজার সহ্গে সর্বোচ্চ উইকেট ছিল তাঁর ঝুলিতেও। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার ফলে অনেকেই এবারের বিশ্বকাপের দলেও রবিচন্দ্রন অশ্বিনকে দেখতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হয়নি। এশিয়া কাপের পর বিশ্বকাপের মঞ্চেও রবিচন্দ্রন অশ্বিনের জায়গা হয়নি। তবে অশ্বিন কিন্তু ভারতীয় দলের ডাক পাওয়ার অপেক্ষাতেই রয়েছেন।
এবারের বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন
এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সেখানে যদি কারোর চোট হয় সেই জায়গাতে এই তারকা ক্রিকেটারকে ডাকা হলেও হতে পারে। যদিও শেষপর্যন্ত তা হয় কিনা তা তো সময়ই বলবে। তবে দল্র প্রয়োজনে রবিতন্দ্রম অশ্বিন যে প্রস্তুত রয়েছে তাবলার অপেক্ষা রাখে না। ভারতের টেস্ট দলে রবিচন্গ্রন অশ্বিন এখনও নিয়মিত সদস্য। এই মুহূর্তে বর্তমান ক্রিকেটারদের মধ্যে ভারতের সেরা স্পিনারের তকমাও রয়েছে এই তারকা ক্রিকেটারের গায়েই। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
এই প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “ভারতীয় দলের হয়ে শেষ ১৪থেকে ১৫ বছর ধরে আমি খেলে চলেছি। সেখানে বেশকিছু ভাল মুহূর্ত রয়েছে আমার। সেখানে সাফল্যের সঙ্গে ব্যর্থতারও বেশ কিছু স্মৃতি রয়েছে আমার। দেশের জার্সিতে আমার সাফল্য এবং ব্যর্থতা দুইয়েরই স্বাক্ষী রয়েছি আমি। কিন্তু ভারতীয় ক্রিকেটের ট্যাটু একেবারে আমার হৃদয়ের কাছে করে রেখেছি আমি্। যদি আগামী কালই তারা আমার থেকে কাজ চায়, আমি নিজডের ১০০ শতাংস দেওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছি”।
এই মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে রয়েছে ভারতীয় দল। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত টিম ইন্ডিয়া সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post দলের প্রয়োজনে যখন ডাক পাবেন তখনই খেলতে প্রস্তুত, জানালেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.