Shreyas Iyer. (Photo Source: Twitter)
বর্ডার গাভাসকর ট্রফিতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকে ভারতীয় দলের হয়ে আর কোনও প্রতিযোগিতাতেই দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। কয়েকদিন আগেই নেট সেশনে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে। সেই থেকেই তাঁকে নেিয়ে সুরু হয়েছিল নানান জল্পনা। তবে এখনি যে তিনি মাঠে ফেরার মতো পরিস্থিতিতে নেই. তা কার্যত বুঝিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার নিজেই। কবে ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন তা নিজেই বুঝতে পারছেন না শ্রেয়স আইয়ার।
চোট পাওয়ার জন্য এবারের আইপিএলেও নামতে পারেননি এই ভারতীয় তারকা ক্রিকেটার। বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীনই তোট পেয়েচিলেন তিনি। এরপরথেকে আর মাঠে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। মাঝে তাংর আইপিএল কেলা নিয়ে একটা জল্পনা শুরু হলেও শেষপর্যন্ত সেখান থেকে সরে যেতেই বাধ্য হয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই সময় লন্ডনে অস্ত্রোপচার হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। সেই থেকেই চিতিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খেলতে পারেননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীনই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার
এই বছরই ঘরের মাঠে রয়েছে বিশ্বকাপের আসর। তার আগেই আবার ভারতীয় দল খেলতে নামবে এশিয়া কাপে। সেখানেও শ্রেয়স আইয়ার ফিরতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যহত। তাঁর রিহ্যাব সেশন শুরু হয়ে গেলেও, তিনি কতটা দ্রুত পুরোপুরি সেরে ফঠতে পারবেন তা নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না সকলে। এমকী শ্রেয়স ঈআইয়ার নিজেই তাঁর সেরে ওঠা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। আসন্ন এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু গুঞ্জন রয়েই যাচ্ছে।
নিজের মাঠে ফেরার প্রসঙ্গে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “যখনই আমি প্রস্তুতি সেরে ফিরে আসি, সেখানে দেখি সকলে আমার জন্য অপেক্ষা করছেন। তারা যেমন ছবি নিতে চেষ্টা করেন, তেমনই আমাকে বারবার জিজ্ঞাসা করেন কখন আমি আবারও মাঠে ফিরতে পারব। এখনও পর্যন্ত আমি নিজেি জানি না যে কবে মাঠে ফিরতে পারব”।
ভারতের বিশ্বকাপ সফরে যে তিনি অন্যতম সদস্য হতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেসের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভারতীয় দলে রাখা হয়নি তাঁকে। শোনাযাচ্ছে এশিয়া কাপেও নাকি শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনা কম। শেষপর্যন্ত কবে তিনি মাঠে ফিরতে পারেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post দেশের জাার্সিতে মাঠে ফেরার প্রসঙ্গে এখনও নিশ্চিত নন শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.