Yashasvi Jaiswal. ( Image Source: BCCI )
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন যশস্বী জয়সওয়াল। কয়েকদিন আগেই বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি। এবার এক বিরল নজির গড়লেন ভারতীয় দলের এই চরুণ ক্রিকেটার। ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টের মঞ্চে দ্বিতীয় দ্রুততম ১০০০ রান করলেন যশস্বী জয়সওয়াল। আর তাতেই আপ্লুত সকলে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মঞ্চে অর্ধশতরানের ইনিংস খেলার সঙ্গেই ১০০০ রানের মাইলস্টোন গড়লেন তিনি। টপকে গেলেন সুনীল গাভাসকর, চেতেশ্বর পূজারাদের মতো তাবড় তাবড় তারকা ক্রিকেটারদেরও। প্রথম ইনিংসে অবশ্য অর্ধশতরানের ইনিংস খেলেই তামতে হয়েছে তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় সিরিজের শেষ টেস্টে নেমেছে ভারত। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে প্রথম দিন থেকেই ম্যাচের রাশ রয়েছে ভারতীয় দলের হাতে। বোলারদের হাত ধরে সুরুটা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়া। সেখানেই ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ব্রিটিশ বাহিনী। কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনদের সামনে কার্যত মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। সেখানেই ব্যাট হাতে এদিনও বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধেই চলতি টেস্ট সিরিজে জোড়া দ্বিশতরান রয়েছে যশস্বী জয়সওয়ালের
চতুর্থ ম্যাচেই একটি টেস্ট সিরিজে বিরাট কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছেন যশস্বী জয়সওয়াল। যদিও পঞ্চম টেস্টে ব্যাটিং করতে নেমেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এবার সেই যশস্বী জয়সওয়ালই ভাঙলেন চেতেশ্বর পূজারা, সুনীল গাভাসকর এবং ময়াঙ্ক আগরওয়ালদের রেকর্ড। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এদিন টেস্টের মঞ্চে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০০ রানের মাইলস্টোন ভেঙেছেন তিনি। তাঁর আগে এই রেকর্ড রয়েছে একমাত্র ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির। মাত্র ১৬টি ইনিংস খেলেই টেস্টে ১০০০ রানের মাইলস্টোন তৈরি করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই চলতি টেস্ট সিরিজেই পরপর দুটো ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। শেষ টেস্টেও যে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ সকলের চড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেও প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের লক্ষ্যে তাঁর সামনে এখন রয়েছেন শুধুমাত্র সুনীল গাভাসকর।
ধরমশালায় ৫৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৫টি টার ও ৩টি ছয় দিয়ে। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে বড় রান দেখা যায় কিনা সেটাই এখন দেখার।
The post ধরমশালায় টেস্ট কেরিয়ারে ১০০০ রান করে নয়া নজির যশস্বী জয়সওয়ালের appeared first on CricTracker Bengali.